adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতে সড়ক পরিবহন চেয়ারম্যানের ইসলাম ধর্ম গ্রহণ

khan pic_110538আন্তর্জাতিক ডেস্ক : রাজস্থান সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান ভারতীয় প্রশাসনিক সেবার এক উচ্চপদস্থ কর্মকর্তা বৈষম্যের প্রতিবাদে বৃহস্পতিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উমরাও সালোদিয়া নামে ওই দলিত হিন্দু উচ্চপদস্থ সরকারি আমলার বর্তমান নাম উমরাও খান।

রাজস্থানের জয়পুরের বাসিন্দা উমরাও সালোদিয়া অভিযোগ করেছেন তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। তিনি বৃহস্পতিবার রাজস্থানের বিজেপি মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের কাছে স্বেচ্ছায় অবসর গ্রহণের আবেদন করেছেন। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে ওই দলিত আমলার অভিযোগ খারিজ করে দেয়া হয়েছে। সালোদিয়া এক সংবাদ সম্মেলনে জানান, ‘দলিত হওয়ার জন্য আমাকে উপেক্ষা করা হয়েছে।’

সালোদিয়া বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে নিজের স্বেচ্ছা অবসর গ্রহণের আবেদন পাঠিয়ে দিয়েছি।’

সূত্রে প্রকাশ, উমরাও সালোদিয়ার ২০১৬ সালের জুন মাসে অবসর গ্রহণ করার কথা। তিনি বলছেন, ‘আমার সিনিয়রিটি থাকা সত্ত্বেও সরকার বর্তমান মুখ্যসচিবকে এক্সটেনশন দিয়েছে।’

উমরাও সালোদিয়া বলেন, ‘আমি ইসলাম ধর্মে প্রভাবিত। ইসলামে কোনো জাত-পাত নেই। আমার সঙ্গে হিন্দু ধর্মে বৈষম্য করা হয়েছে। আমাকে চিফ সেক্রেটারি করা হয়নি।’

তিনি বলেন, ‘দলিত হওয়ার জন্য আমার সঙ্গে অত্যাচার করা  হয়েছে। ইসলাম ধর্মে এসব নেই।’  

আইএএস পদমর্যাদা সম্পন্ন উমরাও সালোদিয়া বলেন, ‘ভারতের সংবিধানের ২৫(১) অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের যেকোনো ধর্মে বিশ্বাস রাখার স্বাধীনতা দেয়া হয়েছে। আমি সেই মৌলিক অধিকার বলে আজ ৩১ ডিসেম্বর, ২০১৫ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ধর্ম পরিবর্তনের পর এখন আমার নাম উমরাও খান।’

এদিকে, রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটোরিয়া বলেছেন, ‘সালোদিয়ার মতো শিক্ষিত মানুষের জন্য এটা উপযুক্ত নয়। তার চাকরি এখনো ৬ মাস বাকি রয়েছে, এমতাবস্থায় এ সিদ্ধান্ত ঠিক নয়।’

বিজেপি শাসিত রাজস্থান রাজ্যে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এভাবে ধর্মীয় বৈষম্যের অভিযোগ তুলে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষকরে দেশে যখন অসহিষ্ণুতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তখন উচ্চপদস্থ আমলার এমন পদক্ষেপে নয়া মোড় নিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া