adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকাকে পাল্টা হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট

1451614666আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার নতুন হুমকির জবাবে পাল্টা হুমকি দিল ইরান। ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে তেহরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপের খবরে ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করার নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। এজন্য তিনি একটি ডিক্রি জারি করেছেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকানকে পাঠানো ওই ডিক্রিতে রুহানির নির্দেশে বলা হয়েছে, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের উৎপাদন জোরদার করতে হবে। আমেরিকা অবৈধ ও শত্রুতামূলকভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে। এ অবস্থায় সশস্ত্র বাহিনীর জন্য আরো গতি ও আন্তরিকতার সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎপাদন জোরদার করা জরুরি। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত থাকার দায়ে ইরান, সংযুক্ত আরব আমিরাত ও হংকংয়ের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। এ খবর বের হওয়ার একদিন পর ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি নিজ দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করার নির্দেশ দিলেন। পরমাণু ইস্যুতে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া চূড়ান্ত সমঝোতার পর যখন তেহরানের ওপর থেকে অবৈধ পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তুতি চলছে তখন আমেরিকা নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে বলে খবর বের হয়েছে। সূত্র: রেডিও তেহরান

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া