adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বছরের শেষ ম্যাচে বার্সার জয়

Barcelona-স্পোর্টস ডেস্ক : লা লিগায় বছরের শেষ ম্যাচে মেসি, সুয়ারেস আর নেইমারের ফুটবল কারিশমা দেখল বিশ্বের ফুটবলপ্রেমীরা। আক্রমণভাগের দৃষ্টিনন্দন ফুটবল আর সুয়ারেসের জোড়া গোলে সহজ প্রতিপক্ষ বেতিসে বিরুদ্ধে ৪-০ তে জয় নিয়ে শীর্ষে থেকে বছর শেষ করল বার্সেলোনা।
বুধবার রাতে নিজেদের মাঠে বেতিসের বিপক্ষে শুরু থেকেই বল দখলে রেখেছিল বার্সেলোনা। বার্সার প্রথম সুযোগটি তৈরি হয়েছিল খেলার ২২ মিনিটে। এ সময় মেসির করা একটি দুর্দান্ত ফ্রি-কিক গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গিয়েছিল। ২৯ মিনিটে বেতিসের ডি-বক্সে গোলরক্ষকের আক্রমণের শিকার হন মেসি। সেই সুবাদে পেয়ে যান পেনাল্টি। এ সময় নেইমার সহজ সুযোগের শট নিতে গিয়ে ক্রসবারে লাগিয়েছিলেন বল। ভাগ্রক্রমে ফিরে আসা বল লাগে বেতিসের ১৭ নম্বর জার্সি পরা ডিফেন্ডারের পায়ে। তিনি বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো বল জড়িয়ে ফেলেন নিজেদের জালে। আর তাতে এগিয়ে গিয়েছিল বার্সা।
এর ৩ মিনিট পর মেসি-নেইমারের চমৎকার পাসিং ফুটবল দেখল দর্শক। প্রতিপক্ষ ডিফেন্ডারদের ধোঁকা দিয়ে এই দুই ফুটবলার দেখাল দারুণ এক পাসিং কম্বিনেশন। শেষ পর্যন্ত নেইমারের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি।
দ্বিতীয়ার্ধে রাজত্ব করে বার্সার উরুগুইয়ান তারকা সুয়ারেস। শুরুতে ম্যাচের ৪৬ মিনিটে জয় নিশ্চিত করা গোলটি করেছিলেন তিনি। এরপর ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে শেষদিকে গোলের ব্যাবধান বাড়িয়েছিলেন বার্সার। খেলার শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পরেনি রিয়েল বেতিস। ফলে শেষ পর্যন্ত ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে লুইস এনরিকের দল।
বার্সার এদিনের জয় উদযাপনটা বেশ আনন্দঘনই হয়েছে। খেলা শেষে সারাবছরের অর্জন নিয়ে যখন ক্যাম্প নউয়ের মাঠে হাজির হয়েছিলেন মেসিরা, তখন সমর্থকদের তুমুল উল্লাস বলে দিয়েছিল কতটা সফল বছর গেল বার্সেলোনার। সেই সঙ্গে বছর শেষে সব ক্লাবের শীর্ষে অবস্থান এখন তাদের।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া