adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সরকারের নীলনকশা অনুযায়ী আরেকটি প্রহসনের নির্বাচন হয়ে গেল’

10_96708ডেস্ক রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নীলনকশা অনুযায়ী আরেকটি প্রহসনের নির্বাচন হয়ে গেল। নির্বাচন নিয়ে আমাদের যে আশঙ্কা ছিল তা সত্য প্রমাণিত হলো।

বুধবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সারাদেশে ২৩৪টি পৌরসভার মধ্যে ১৫৭টি পৌরসভায় ভোটকেন্দ্র দখল, জাল ভোট ও বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ আমাদের কাছে আছে। এ সংখ্যা্ ২০০ হতে পারে। ১৫৭ পৌরসভায় দেড় হাজারের মতো কেন্দ্রে জাল ভোট ও কেন্দ্র দখল হয়েছে। এসব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আজ সকাল থেকে যে নির্বাচন হয়েছে তাতে সুস্থ নির্বাচনের লেশমাত্র চিহ্ন ছিল না। হামলা, গ্রেপ্তার, জালভোট ও কেন্দ্র দখলের মাধ্যমে গোটা নির্বাচনকে একটি ট্রাজিডিতে পরিণত করা হয়েছে।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অযোগ্যতা এবং সরকারের প্রতি আনুগত্য আরেকবার নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করল। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন যে সম্ভব নয় বিষয়টি আবারও প্রমাণিত হলো। কারণ এ নির্বাচনে ক্ষমতার পরিবর্তন হবে না, তারপরেও সরকার স্থানীয় নির্বাচন নিয়ে এমন আচরণ করল।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত আশঙ্কার সঙ্গে আরেকবার প্রত্যক্ষ করলাম রাষ্ট্রের সবগুলো যন্ত্র ব্যবহার হয়েছে প্রহসনের নির্বাচন করার জন্য। আমরা গণতন্ত্র বিশ্বাস করি বলেই সরকারের চক্রান্তের পরও আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া