adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাধবদীতে ডিসি-এসপির সামনে হামলা, ককটেল বিস্ফোরণ

norshigdi--_96684ডেস্ক রিপোর্ট : মাধবদীতে ভোটকেন্দ্রে উপস্থিত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনেই হামলা ও ককটেল বিস্ফোরণের  ঘটনা ঘটেছে।  এতে আহত হয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলামসহ বেশ কয়েকজন।

ভোটগ্রহণ শুরুর দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে পৌরসভার ফজলুল করিম কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এর আগে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোশাররফ হোসেন এবং কাউন্সিলর প্রার্থী ওবায়দুর রহমান টিটুর সমর্থকরা কেন্দ্র দখলে নিয়ে ব্যালটে সিল মেরে বাক্স ভরার চেষ্টা করেন।  উদ্ভূত পরিস্থিতিতে ভোটগ্রহণ স্থগিত করা হলে পরে তারাই সেখানে হামলা ও ভাঙচুর চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে  জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ হাসান ও পুলিশ সুপার আমেনা বেগমের উপস্থিতিতে কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সেখান থেকে আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।

দুপুর পৌনে ১২টার দিকে দুই কর্মকর্তা সেখান থেকে ফিরে যাওয়ার সময় ৫০ গজ দূরে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া