adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওসি, প্রিসাইডিং অফিসার, সাংবাদিকসহ আহত ৫০হাসপাতালে -বরগুনায় সংঘর্ষ-গুলি, একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

102522nirbachonডেস্ক রিপোর্ট :বরগুনা পৌরসভার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে সদর থানার ওসি, প্রিসাইডিং অফিসার এবং সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটগ্রহণ শুরু হতেই সকাল ৯টার দিকে সরকারদলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজের পক্ষে একদল সন্ত্রাসী কেন্দ্র দখল করে ভোট কারচুপির চেষ্টা  চালায়। এ ঘটনায় সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করে পুলিশ। তবে ভোট দিতে না পেরে ক্ষিপ্ত হন সাধারণ ভোটাররা। এ সময় উত্তেজিত জনতা ভোটকেন্দ্র লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সদর থানার ওসি রিয়াজ হোসেন পিপিএম, প্রিসাইডিং অফিসার মঞ্জুরুল আলম, সময় টিভির ক্যামেরাম্যান এস এম সিফাতসহ অন্তত ৫০ জন আহত হন।

এ সময় ১০ রাউন্ড গুলি ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থলে বিজিবি, এপিবিএন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বরগুনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং বরগুনা পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. মোস্তফা কামাল জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া