adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন কর্মকর্তাদের জন্য বাড়তি নিরাপত্তা

news_img (3)ডেস্ক রিপোর্ট : পৌর নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের জঙ্গি হামলার ‘আশঙ্কায়’ বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। 

মঙ্গলবার জেলার পুলিশ সুপারদের এ সংক্রান্ত নির্দেশ প্রদান করা হয়। নির্বাচন উপলক্ষে পুলিশ সদর দফতরে খোলা হয়েছে মনিটরিং সেল। তদারকিতে পুলিশ সদর দফতরের একজন ডিআইজির নেতৃত্বে রয়েছেন ৭ জন এআইজি। একই ভাবে মনিটরিং সেল খোলা হয়েছে প্রতিটি জেলায়। কোনো এলাকায় কোনো ধরনে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে মনিটরিং সেলের মাধ্যম্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে মেয়র পদে ৯২৩ জন ও কাউন্সিলর পদে ১১ হাজার ১২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচনে ৭২ লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ প্রসঙ্গে বলেছেন, পৌরসভা নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের কিছু নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। নির্বাচন কমিশনের যখন-যেখানে-যেভাবে তাদের প্রয়োজন হবে তারা সেখানে কাজ করবে।

পুলিশ সদর দফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, পৌর নির্বাচনের নিরাপত্তায় নির্বাচন কমিশনের নির্দেশেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। তবে দেশে সম্প্রতি বেশ কয়েকটি বোমা ও গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি জঙ্গি আস্থানায় হানা দিয়ে অস্ত্র, গুলি, হাতে তৈরি গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার করেছে, গ্রেফতার করতে সক্ষম হয়েছে বেশ কয়েকজন জঙ্গিকে। জঙ্গিরা যে আরো হামলা করতে পারে এ আশঙ্কার বিষয়টি মাথায় রেখেইে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া