adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আ.লীগ-১১, আ.লীগ বিদ্রোহী-৩ বেসরকারীভাবে নির্বাচিত

2015_12_30_16_58_35_r1YAsdNp7cmvpQEUS2Y0RwiOLCGMDl_originalডেস্ক রিপোর্ট : নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে বাতিল হয়েছে একটি পৌরসভার নির্বাচন। এছাড়া মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সাতজন আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের হাতে ফলাফল এসেছে মোট ১৪টি পৌরসভার। এর মধ্যে আওয়ামী লীগের ১১ জন এবং ৩ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। 

সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোগগ্রহণ চলে বিকেল পর্যন্ত। 

বগুড়া : ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহ। জগ প্রতীকে ৪ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত আলিমুদ্দিন হারুন মন্ডল ধানের শীষ নিয়ে পেয়েছেন ২ হাজার ৪৬৪ ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শরীফুল ইসলাম খান নৌকা প্রতীকে ১ হাজার ৫০৫ ভোট পেয়েছেন।

রংপুর : বদরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উত্তম কুমার সাহা বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি ৬ হাজার ৯৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যাপক আজিজুল হক নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৫ ভোট।

সিলেট : কানাইঘাট পৌরসভা নির্বাচনে নয়টি কেন্দ্রেরই ফলাফল পাওয়া গেছে। বেসরকারিভাবে পাওয়া প্রাপ্ত ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী বিদ্রোহী প্রার্থী মো. নিজাম উদ্দিন ওলিউল্লাহ। নারকেল গাছ প্রতীক নিয়ে তিনি ৩ হাজার ৩৭৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৯৭ ভোট।

মৌলভীবাজার : সদর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলুর রহমান ১০ হাজার ৮৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী ওলিউর রহমান পেয়েছেন ৫ হাজার ৬২৫ ভোট।

খাগড়াছড়ি : জেলার মাটিরাঙা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুল হক বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩শ ৩৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. বাদশা মিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩শ ৮৫ ভোট। 

নোয়াখালী : কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ভোট পান ১ হাজার ৭৫৬টি। 

লক্ষ্মীপুর : জেলার রামগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের পাটোয়ারি। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৬শ ৫৭ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত রোমান পাটায়ারী পেয়েছেন ২ হাজার ২৩৯ ভোট।

নেত্রকোনা : মোহনগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট লতিফুর রহমান রতন ভোট পেয়েছেন ৮ হাজার ৮১৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন ধানের শীষ প্রতীকের বিএনপি মাহাবুবুন নবী শেখ। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ৩৬৪। 

দুর্গাপুরে আওয়ামী লীগের প্রার্থী মওলানা মোহাম্মদ আব্দুস সালাম ৭ হাজার ৮৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মো. জামাল উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৩১৮ ভোট। 

ফরিদপুর : বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাফফর হোসেন বাবলু মিয়া। জগ প্রতীক নিয়ে তিনি ৭ হাজার ৫৭৮ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুস শুকুর শেখ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭৭৪ ভোট।

নগরকান্দা পৌরসভায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রায়হান উদ্দিন মিয়া। 

ভোলা : দৌলতখান পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন তালুকদার। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আনোয়ার হোসেন কাকন। 

চট্টগ্রাম : মিরসরাইয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গিয়াস উদ্দিন (নৌকা) ৭ হাজার ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী এ জেড এম রফিকুল ইসলাম পারভেজ (ধানের শীষ) পেয়েছেন ৮৭৫ ভোট।

জামালপুর : মেলান্দহ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে শফিক জাহেদী রবিন নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯ হাজার ১৪৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির হাজি দিদার পাশা পেয়েছেন ৭ হাজার ৩৬০

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া