adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বাংলালিংক সিম রি-ভেরিফিকেশন শুরু

news_img (2)ডেস্ক রিপোর্ট : মোবাইল ফোনের মাধ্যমে সকল ধরনের আপরাধ র্নিমূল ও অপরাধীদের সনাক্ত করতে বর্তমান সরকারের যুগান্তকারী উদ্দ্যোগে সারা দিয়ে পটুয়াখালীতে হাতের আঙ্গুলের ছাপের মাধ্যমে বাংলালিংক মোবাইল সিম রি-ভেরিফিকেশন শুরু হয়েছে।

সোমবার বিকাল ৩টায় আনুষ্ঠানিক ভাবে জেলার ভ্রাম্যমাণ ২২ জন ও ২৫০ জন রিটেইলারের মধ্য বায়োমেট্রিক মেশিন যুক্ত মোবাইল ফোন বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের শুরু হয়। জেলার বিভিন্ন উপজেলার রিটেইলারগণ তাদের এরিয়ায় ও ভ্রাম্যমাণ ব্রান্ড প্রোমোটরগণ বিশেষ স্থান সমূহে রি-ভেরিফিকেশন করবে।

পটুয়াখালী জোনাল কাস্টমার ম্যানেজার ইমতিয়াজ আহম্মেদ জানান, আঙ্গুলের ছাপের মাধ্যমে সিম রি-ভেরিফিকেশন কার্যক্রম সাড়ে ৩ মাস চলবে। রি-ভেরিফিকেশনের জন্য জাতীয় পরিচয় পত্র, পাসর্পোট সাইজের ১ কপি ছবি, ব্যবহিত মোবাইল ও সিম সঙ্গে আনতে হবে।

জোনাল ম্যানেজার মো. মাহাদী হাসান জানান, বাংলালিংক সব সময় দেশ ও মানুষের সেবা করে আসছে এবং সব চাইতে কম খরচে কথা বলার সুযোগ দিচ্ছে। আর গ্রাহকের নিরাপত্তা দিতেও তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা রি-ভেরিফিকেশন গ্রাহকের একদম নিকটে নিয়ে এসেছি। গ্রাহক যদি চায় অনলাইনেও রি-ভেরিফিকেশন করতে পারবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া