adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সন্ত্রাসের কার্বন ডাই-অক্সাইড ছড়াচ্ছে সরকার: রিজভী

rizbe_2=_96292ডেস্ক রিপোর্ট : গণতন্ত্রের নিভু নিভু জীবনপ্রদীপ একেবারে নিভিয়ে দিতে সরকার পৌরসভা নির্বাচনে সন্ত্রাসের বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড নির্গত করে নির্বাচনী এলাকাগুলোর পরিবেশ দূষণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার দলের কেন্দ্রীয় কার‌্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের খবর-সংবলিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করেন তিনি। এতে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলারও অভিযোগ করেন রিজভী।

সরকারের প্রতি অভিযোগ করে রিজভী বলেন, “দেশবাসী ভোট,পার্লামেন্ট হারিয়েছে। সংবাদপত্রের স্বাধীনতাকে চোখের সামনে থেকে অপসৃত হতে দেখছে। গণতন্ত্রকে এখন মানুষের মনের ভেতর স্মৃতির মিনার বানানোর জন্য এর নিভু নিভু জীবন প্রদীপকে একেবারে নিভিয়ে দিতে আসন্ন পৌরসভা নির্বাচনে তারা সন্ত্রাসের বিষাক্ত কার্বনডাই অক্সাইড নির্গত করে নির্বাচনী এলাকাগুলোর পরিবেশ দূষণ করছে।”

বিএনপির মুখপাত্র বলেন, “নির্বাচনী এলাকায় শুধু জনজীন বিপর্যস্ত ও বিপন্নই নয়, মানুষ অষ্টপ্রহর দিন গুনছে- ভোটের দিন কী হয়।  তারা  (সরকারি দল) একটি এলাকায় সহিংস রক্তপাত ঘটানোর সঙ্গে সঙ্গে আরেকটি নির্বাচনী এলাকায় তা ছড়িয়ে দিতে উম্মাদ হয়ে পড়ে।” তবে নিজের বিরাট ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে জনগণ সম্পূর্ণ সচেতন বলে মনে করেন তিনি।

নির্বাচন কমিশন সম্পর্কে মানুষ ক্রমেই সন্দিহান ও বীতশ্রদ্ধ হয়ে পড়েছে দাবি করে রিজভী বলেন, “আওয়ামী দূষিত রাজনীতির ঘ্রাণ নিয়ে নির্লজ্জ,অবিবেকী নির্বাচন কমিশন তার স্বাধীন সত্তা হারিয়ে দলবাজির ক্রীতদাসে পরিণত হয়েছে। তাদের নিজের আচরণের কারণেই এখন জনগণের কাছে উপহাসের পাত্র হয়ে পড়েছেন তারা। ”

রিজভী বলেন, সর্বত্র শাসকদলের সহিংসতা, সন্ত্রাসে বেহাল বিশৃঙ্খল অবস্থা সামাল দিতে অক্ষম নির্বাচন কমিশন। মূলত কমিশন সন্ত্রাসী কর্মকাণ্ডে ছত্রছায়া দিচ্ছে পৌরসভা নির্বাচনকে শাসকদলের পক্ষে নেয়ার জন্য।

জনগণ সব বাধা ভেঙে ৩০ ডিসেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগ করে বীরত্ব দেখাবে বলে আশা করেন রিজভী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া