adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের পারুল ইউনিভার্সিটিতে ৫০ শতাংশ টিউশন ফি ছাড়

news_img (9)ডেস্ক রিপোর্ট : বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের জন্য ভারতের পারুল ইউনিভার্সিটি দিচ্ছে ৫০ শতাংশ টিউশন ফি ছাড়।

রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতে কম খরচে আন্তর্জাতিক মানের শিক্ষ দেয় পারুল ইউনিভার্সিটি। ২০ একর জমিতে স্থাপিত নিজস্ব ক্যাম্পাসের পারুল ইউনিভার্সিটিতে ২০টি ভিন্ন ভিন্ন অনুষদে ২৫ হাজার ছাত্র ছাত্রীর পাশাপাশি ৩০টি দেশের ৩ শতাধিক আন্তর্জাতিক ছাত্র ছাত্রী পড়াশুনা করছে। বাংলাদেশি শিক্ষার্থীদের সুবিধার্থে আগামি ফেব্রুয়ারি মাসে রাজধানীর অভিজাত এলাকায় অফিস করবে প্রতিষ্ঠানটি।

২০০২ সালে স্থাপিত গুজরাটের ভাদোদরা ক্যাম্পাসে আন্তার্জাতিক মানের শিক্ষা নিয়ে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, মেডিসিন, ফার্মাসি, কম্পিউটার এপ্লিকেশন সহ কয়েকটি অনুষদে ছাত্র ছাত্রীদের আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের গড়ে তোলার লক্ষে বিশ্ববিদ্যালয়টি কাজ করে চলছে। 

ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের জন্য সব ধরণের আধুনিক সুযোগ সুবিধা যেমন ফ্রি ওয়াই ফাই, বিশেষায়িত হাসপতাল, আন্তর্জাতিক মানের ফিটনেস সেন্টার, সরকারি ব্যাংক, এটিএম বুথ, ক্যান্টিন, নিজস্ব পরিবহন, হোস্টেল, সুইমিং পুল ও আডিটোরিয়াম রয়েছে।

আরো জানানো হয়, পারুল আরোগ্য সেবা মন্ডল নামের একটি সরকারি নিবন্ধিত ট্রাস্টের পরিচালনায় পারুল ইউনিভার্সিটি ২০ বছরের অধিক সময় ধরে ভারতে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিতি করে চলছে।

এটি ভারতে স্থাপত্যের দিক থেকে এ গ্রেড ক্যাটাগোরি মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে পারুল ইউনিভার্সিটি ভারতের আইপিইর এর র‌্যাংকিং এ ৭ তম স্থানে রয়েছে। এছাড়াও পারুল সেবাশ্রম হাসপাতাল মেডিকেল ট্যুরিজম চালু করেছে। তাদের হাসপাতালে বিশ্ব মানের চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অ্যাডমিশন অফিসার জেমস মার্টিন, ভানজিট আনজারিয়াসহ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া