adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সে এখন থুতু ফেলেছে ৩০ লক্ষ শহীদের কবরে’-জয়ের ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়

joyডেস্ক রিপোর্ট :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। শহীদের সঠিক সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মন্তব্যের প্রেক্ষিতে ওই স্ট্যাটাস দেন জয়। 

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে তিনি খালেদা জিয়াকে পাকিস্তানে গিয়ে থাকতে পরামর্শ দিয়েছেন। এছাড়া বিএনপির চেয়ারপারসনকে পাকিস্তানের এজেন্ট আখ্যা দিয়ে বলেছেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন…তাকে আমি ঘৃণা করি। তাঁর প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধা অবশিষ্ট নেই। তাঁর বাড়ির সামনে দেশবাসীকে প্রতিবাদ করার আহ্বানও জানিয়েছেন জয়। 

জয়ের ওই স্ট্যাটাসে অনেকেই কমেন্ট করে তাদের মতামত দিয়েছেন। কেউ খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেছেন। কেউ আবার জয়কে এমন স্ট্যাটাস দেয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারতের বিজেপির ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসের বিষয় জয় কিছু না বলায় একজন জয়ের সমালোচনা করেছেন। 

জয় বরাবরের মতো ইংরেজি ও বাংলায় একই স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটির বাংলা অংশ হুবহু তুলে ধরা হলো। পাশাপাশি উল্লেখযোগ কিছু মন্তব্য ‘জয়পরাজয়’ পাঠকদের জন্য তুলে ধরা হলো

‘‘আমি ক্ষুব্ধ যে বিজয়ের মাসে খালেদা জিয়া এবং তার দল বিএনপি আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। খালেদা নৃশংস পাক আর্মি ও তাদের সহযোগী খুনি জামায়াত-ই-ইসলামী কর্তৃক আমাদের নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের সংখ্যাকে পাকিস্তানিদের মতই কমিয়ে বলে আসছে। সে দাবী করছে মাত্র কয়েক শত হাজার হত্যা হয়েছে। আজ বিএনপি এমনকি সেই মৃতের সংখ্যার উপর জনমত জরিপ করতে বলছে! স্বীকৃত সত্য সব সময়ই সত্য। সেটা কখনও জরিপ দিয়ে নির্ণীত হয় না।

৩০ লক্ষ পুরুষ, নারী এবং শিশুকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছিলো। হিন্দুদের নির্যাতন ও দেখামাত্র গুলি করা হয়েছিলো। সমস্ত গ্রাম উজাড় করে ফেলা হয়েছিলো। এমনকি যখন তারা আত্মসমর্পণ করতে রাজী হয়েছিলো তখনও তারা আমাদের সেরা বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে সবাইকে হত্যা করেছিলো। এগুলো যুদ্ধে হতাহতের কোন ঘটনা ছিলো না। এসব ছিলো গণহত্যা।

খালেদা এখন আবারও এইসব খুনিদের রক্ষা করতে চেষ্টা করছে। সে নৃশংসতার শিকার মানুষগুলোর মন্ত্রী বানিয়েছে সেই খুনিদেরই। সে এখন থুতু ফেলেছে ৩০ লক্ষ শহীদের কবরে এবং থুতু ফেলেছে আমাদের দেশের মুখে। এরপর আমার আর এই মহিলার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা অবশিষ্ট নেই। আমি ঘৃণা করি যে সে কোন সময় আমাদের জাতির প্রধানমন্ত্রী ছিলো। সে একজন পাকিস্তানি এজেন্ট। সে বারংবার আইএসআই এজেন্টদের সাথে মিলিত হয়েছে এবং নির্বাচনগুলোতে আইএসআই থেকে টাকা নিয়েছে। তার বাংলাদেশ থেকে বিদায় হওয়া এবং তার ভালোবাসার পাকিস্তানে গিয়ে থাকা উচিৎ।

আমি সবাইকে আহ্বান জানাচ্ছি খালেদার বাড়ির সামনে প্রতিবাদ জানাতে যান। বিএনপি এবং তাকে দেখান যে তার পাকি প্রভুরা এবং জামায়াতি পোষা গুণ্ডারা আমাদের ভাই এবং বোনেদের যে হত্যা করেছে সেই স্মৃতি অপপ্রচার চালিয়ে মুছে ফেলা যাবে না। আমার সাথে একত্রে দাবী জানান, খালেদা পাকিস্তানে ফিরে যা।’’

জয়ের এই স্ট্যাটাসে আবদুল করিম হারুন কমেন্ট করেছেন, ‘‘আরে!!জয় দাদা,আপনার মায়ের সমত্যুল একজন মহিলাকে এ ভাবে কেন কথা বলছেন? আমরা আপনার কাছ থেকে কি শিখব?দাদা?? ’’

মোঃ আনোয়ার হোসেন মন্তব্য করেছেন, ‘‘খালেদা জিয়া মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করে নাই । বলেছে শহীদ নিয়ে বিতর্ক আছে । কারন কত জন লোক শহীদ হয়েছে তা কারো জানা নাই । আপনার ও জানা নাই । আপনারা তো আর বাড়ি বাড়ি গিয়ে শহীদদের লিষ্ট করেন নাই । কিভাবে বলতে পারেন ৩০লক্ষ । এখন কথা হলো সব দোষ কানার ।’’

মাসুম বিল্লাহ নামে একজন লিখেছেন, ‘‘আসলে ওনি পাকিস্তানি সেনা বাহিনীর ভালবাসা ভুলতে পারেন না যার কারণে এই কথা বলেছেন’’

শাহরিয়ার জামান খান মন্তব্য করেছেন, ‘‘বিজয় দিবসে BJP এর অফিসিয়াল পেইজ এ শেয়ার করা পোস্টটি মুখ বুঝে সহ্য করবেন আশা করিনি।’’

শরীফ আহমেদ, ‘‘আগামীতে খালেদা-গয়েশ্বেররা ক্ষমতায় এলে আমাদের মুক্তিযুদ্ধকে অবমাননা করবেই করবে। এ ধরণের লোক যাতে রাজনীতির নামে জাতির অনুভুতিতে আঘাত করতে না পারে, অবমাননাকর বক্তব্য বন্ধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ‘হলোকাস্ট’ আইনের আলোকেই যত তাড়াতাড়ি সম্ভব একটা আইন করুন। আপনাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষের এই একটাই চাওয়া ………’’

মনোজ মিস্ত্রি, ‘‘আমি আজও বিস্বাসে আনতে পারিনাই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল না হয়নি , হয়েছিল গৃহযুদ্ধ । করেছিল বাংলাদেশীরা আর বলির পাঠা ছিল হিন্দু এবং হিন্দু সাহাজ্যকারি মুসলিম ভায়েরা যে যুদ্ধ আজও বর্তমান , একটি হিন্দু পরিবার যতদিন দেশে থাকবে ততদিনই চলবে তো খালেদা জিয়া এমন কি ভুল বলেছে যে ৩০ লক্ষের মাত্র কয়েক শত হাজার বাদে যারা মরেছে তারা দেশপ্রেমি বা দেশদ্রোহী ছিলনা ছিল সাধারন মানুষ , আর এই নিধন যজ্ঞয়ের নায়কের নেত্রী খালেদা তাই তিনি জানেন এ কারনেই দেশে তিনি এখনও মহান আর নপুংসকের পুত্র গয়েশ তার কথা নাইই বললাম ……’’

তাজমুল আখতার লিখেছেন, ‘‘খালেদা জিয়ার বক্তব্য নিয়ে সুশীল সমাজ যতটা নীরব ছিল ততটাই সরব হবে আপনার এই স্ট্যাটাস নিয়ে।’’ 

এভাবে আরও অনেকে মন্তব্য করেছেন। জানিয়েছেন তাদের মতামত। শেয়রও করেছেন অনেকে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া