adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ

football pic_109548 (1)ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সাফ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে আজ । বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে এ ম্যাচে।

বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

ত্রিভান্দ্রাম এখন উৎসবে মেতে আছে। কেরালার এই অংশটায় প্রচুর খ্রিস্টান সম্প্রদায়ের লোকের বসবাস। বাংলাদেশ যে হোটেলে উঠেছে, তার লবিতে দাঁড়িয়ে একটু দূরে তাকালেই আলোর রোশনাই চোখে পড়ে। দুই দিন ধরে দূর থেকে ভেসে আসছে অনাবিল এক প্রাণের ছোঁয়া। এমন উৎসবের মাঝে বাংলাদেশ ফুটবল দলের সবাই কেমন মনমরা। যেন প্রাণহীন জড় বস্তু। হারলেই বিদায়।

আফগানিস্তানের বিপক্ষে চার গোলে হারার পর বাংলাদেশের জয়ের ক্ষুধা দ্বিগুণ মরে গেছে। এটা কথার কথা নয়; খোদ অধিনায়কের কথা, ‘জয়ের ক্ষুধা তরুণদের ভেতর বেশি থাকার কথা। তাদের ভেতর তো নয়ই, অন্যদের ভেতরও সেই তাড়না দেখতে পাচ্ছি না।’

মামুনুল মারাত্মক কথা স্বীকার করে নিলেও কোচ চাইছেন সবাইকে তাতিয়ে রাখতে, ‘একটা ম্যাচ হারা মানেই বিদায় নয়। সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার। বাকি দুটি ম্যাচ জিততে পারলেই হবে।’

তবে মারুফুলও আকারে ইঙ্গিতে বলে দিলেন দলের দুই-একজনের খেলায় তিনি সন্তষ্টু নন, ‘প্রথম ম্যাচে কয়েকজনের খেলা আমাকে অবাক করেছে।

দ্বিতীয় ম্যাচে মাঝমাঠে পরিবর্তন আনতে হবে। ডিফেন্সে নাসির ইনজুরিতে পড়ায় ওখানে অন্য কাউকে দিতে হবে।’

ভিন্ন ভিন্ন কথার ফাঁকে নাসির মনে করিয়ে দিলেন অতীতের মধুর স্মৃতি, ‘হেরে শুরু করার রেকর্ড তো আমাদের আজকের নয়। দীর্ঘ দিন থেকেই এমনটা হচ্ছে, তবে পরে ভালোও করেছি। এবারো তাই করব।’

নাসির কি এ কথা বলার জন্য বলছেন, নাকি করার জন্যই বলছেন? উত্তর তো এখনি পাওয়া যাচ্ছে না। অপেক্ষা বিকেল পর্যন্ত করতেই হচ্ছে!

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া