adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মধুর শহর কুড়িগ্রাম

beeডেস্ক রিপোর্ট : ‘মৌমাছি-মৌমাছি কোথা যাও নাচি নাচি একবার ভাই দাড়াও না, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাড়াবার সময় তো নাই।’ কবির এই কবিতার দৃশ্য এখন কুড়িগ্রামের উত্তর পূর্বাংশে নাগেশ্বরী, উলিপুর, রাজীবপুর, রৌমারী, ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র নদের অববাহিকার বিস্তীর্ণ জনপদে ঝাকেঝাকে মৌমাছি ও মধু আহরণের ব্যস্ত চিত্র। 

কুড়িগ্রাম কৃষি বিভাগের উপ-পরিচালক মো. শওকত আলী সরকার জানান, ‘চলতি মৌসুমে ৩ দফা বন্যায় জেলায় আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকেরা আমনের ক্ষতি পুষিয়ে নিতে ১৯ হাজার ২শ’ ৩০ হেক্টরও জমিতে সরিষা চাষ করেছেন।’ 

তিনি আরও বলেন, ‘সরিষা ক্ষেতগুলো এখন হলুদ রঙের ফুলে ফুলে ভরে গেছে। সরিষার ফুল থেকে ঝাকে ঝাকে মৌমাছি মধু আহরণে করছে। এসব মৌমাছি বসত বেঁধেছে নদের তীরবর্তি বিভিন্ন লোক জনের বাড়ির ভিতরে ও গাছের ডালে এবং বিভিন্ন স্থাপনায়।’ 

সরেজমিন গিয়ে দেখা যায়, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড উড্ডামারী এলাকার সদস্য আইনুল হকের বাড়ির বারান্ধা ও গাছে ১৫টি, একাব্বর মেম্বারের বাড়ির সজনির গাছের ডালে ৯টি, খানসামারভিটা মসজিদের চালে ১০টি, ইউনুস মিয়ার আমের গাছে ৮টিসহ অনেক স্থানে সারি সারি চাক বেঁধেছে। 

এছাড়া ঘোগাদহ, যাত্রাপুর, নুনখাওয়া, কালিগঞ্জ এলাকা গুলোতে অসংখ্য মৌচাক দেখা গেছে। এ সব এলাকার মানুষ মৌমাছির উপদ্রপে ভীতু হয়ে পড়েছে। 

আইনুলের স্ত্রী মর্জিনা বেগম জানান, ‘শোয়ার ঘড়ের দর্রজার সামনে বারান্ধায় মৌমাছি বাসা বেধেছে। ভয়ে ১৯দিন থেকে ওই ঘড়ে কেউ থাকি না। কাশেম আলীর বাড়ির ভিতরে ছোট্ট বাচ্চা ঢিল ছুড়লে মৌমাছি গৃহকর্তী মঞ্জুরি বেগমকে হূল বসিয়ে আহত করায় তাকে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া খানসামার ভিটায় ২টি গরুকে হূল বসিয়ে আহত করার খবর পাওয়া গেছে।’ 

অপর দিকে ভিতরবন্দের মৌয়ালি (মধু আহরণকারী) একাব্বর আলি মৌমাছির চাক কেটে ৩ মণ মধু সংগ্রহ করে প্রতি কেজি ৩/৪ শ’ টাকায় বিক্রি করছে।

দিগদারী গ্রামের কবিরাজ হোসেন আলী জানান, ‘মৌমাছির মধু আল্লাহর নিয়ামত মানব দেহের জন্য ওষুধ। তাই সবারই মধু খাওয়া ও সংরক্ষণ করা উচিত।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া