adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাটকরে জন্য সেরা দেশ বাংলাদশে : আরফান আহমেদ

Untitled-11450961857ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরফান আহমেদ। এস এম শাহনেওয়াজ শানু পরিচালিত বুকের মাঝে প্রেমের আগুন শিরোনামের সিনেমায় নায়কের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন এ অভিনেতা। দ্বিতীয়বারের মতো চলচ্চিত্রের কাজ করলেও চলচ্চিত্রে তিনি নিয়মিত কাজ করবে না। নাটকের ফাঁকে সময় পেলে সিনেমায় কাজ করবেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন। 
 
চলচ্চিত্র প্রসঙ্গে আরফান আহমেদ রাইজিংবিডিকে বলেন, ‘বাণিজ্যিক সিনেমায় এই প্রথম কাজ করছি। এর আগে কৃষ্ণপক্ষ সিনেমায় কাজ করেছি।’
 
নতুন এ সিনেমায় তার চরিত্র প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ সিনেমায় হিরোর ভালো একজন বন্ধুর চরিত্রে অভিনয় করছি।’

এখন থেকে নিয়মিত চলচ্চিত্রে কাজ করবেন কি না? এমন প্রশ্নের জবাবে আরফান রাইজিংবিডিকে বলেন, ‘প্রথমত আমি নাটকে কাজ করব। বাংলাদেশ নাটকের দেশ। নাটকের কাজের পর সময় পেলে চলচ্চিত্রে কাজ করব। ছবি একটা আর্কাইভ। ছবির প্রতি আমাদের একটা দূর্বলতা রয়েছে। ছবিতে আমরা প্রপারলি সময় দিতে পারি না কারণ ছবির উপর ডিপেন্ড করতে পারি না। ছবিটি আদৌ হিট করবে কি করবে না এটা কিন্তু বোঝা যায় না। ছবির জন্য দুই-আড়াই মাস ব্যায় করার পর পেছনে ফিরে তাকালে দেখা যাবে নাটকের পরিচালকরা আমাকে ছেড়ে চলে গেছেন। তখন দুকুলই হারাতে হবে।’

তিনি আরো বলেন, ‘বুকের মাঝে প্রেমের আগুন সিনেমার সকল কৃতিত্ব পরিচালক সাহেবের। আমি যদি ভালো কাজ করে থাকি তাও পরিচালক শানু ভাইয়ের জন্য এবং খারাপ কাজ করলেও তা শানু ভাইর জন্য। পরিচালক আমাকে জোর করেই সিনেমাটির কাজ করাচ্ছেন। তিনি নাটকের মাঝখানে ডেট নিয়ে কাজ করাচ্ছেন। আমার সুবিধার কথা ভেবেই ডেট নিচ্ছেন। এ জন্য বলব, আমার চেয়ে কষ্টটা পরিচালকেরই বেশি হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এর আগে অনেক সিনেমার অফার পেয়েছি কিন্তু রাজি হয়নি। শানু ভাই এক দেড় মাস আমর পেছনে লেগে ছিলেন। আমাকে দিয়ে তিনি কাজ কারাবেনই। তাই কাজটি করছি।’ 

১৯৯৪ সালে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে মিডিয়ায় আরফান আহমেদের পথচলা শুরু। অসীম সেনগুপ্তের নির্দেশনায় ‘বনফুল মিষ্টি’র এক বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তারই ধারাবাহিকতায় পরের বছর বিটিভির সাপ্তাহিক নাটক পুরস্কার অভিনয় করেন। প্রথম নাটকেই বাজিমাত। এরপর রূপকথা, সাত সওদাগর, আজ কিছু হতে চলছে, পারাপার, আনোয়ার হোসেনের বাড়ি নাম্বার ১৩৮, আল হাজেনের পাথরের কান্না, অলসপুর, সেকান্দার বক্স ইত্যাদি।
 
বুকের মাঝে প্রেমের আগুন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, চিত্রনায়িকা পরীমনি ও দিপালী। গত ১ ডিসেম্বর, থেকে রাজধানী পিয়াংকা শুটিং স্পটে এ সিনেমার শুটিং শুরু হয়। এর পর ঢাকার উত্তরাসহ বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হয়।

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এ সিনেমায় গান থাকছে মোট পাঁচটি। এর মধ্যে একটি আইটেম গান থাকবে। পরিচালক এস এম শাহনেওয়াজ শানু এর আগে মাটির পিঞ্জিরা শিরোনামের সিনেমাটি নির্মাণ করেন।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া