adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমরা সবার কাছে গ্রহণযোগ্য – সবার প্রতি অ্যাকশন নিচ্ছি’

news_img (2)নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘নিরপেক্ষতার প্রশ্নের মধ্যেই নিরপেক্ষতা হবে। সবাই যখন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। তাহলে বোঝা যায়, আমরা সবার প্রতি অ্যাকশন (ব্যবস্থা) নিচ্ছি। যারা আচরণবিধি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘কারো চেহারা দেখে নয়, যে আচরণবিধি ভঙ্গ করছে তার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। কারো প্রতি সদয়, নির্দয়ের প্রশ্ন নয়।’

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলানগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি এসব কথা বলেন।

কাজী রকিবউদ্দীন আহমদ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমরা এমপিদের শোকজ করেছি। তারা ক্ষমা চেয়ে বলেছেন, তারা আর এ রকম ভুল আর করবেন না। আমরা ওসিদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বদলি করছি, আমাদের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি। দায়িত্বে যে অবহেলা করছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এর আগে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘নির্বাচন কমিশন আওয়ামী লীগের ওপর নির্দয় আচরণ করছে।’

কাজী রকিব সাংবাদিকদের আরও বলেন, ‘আমরা আগেও বলেছি, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।’

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আচরণবিধি ভঙ্গকারীদের তালিকা চাওয়া হয়েছে কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘না, আমরা এ রকম কোনো চিঠি পাইনি।’

সিইসি আরো বলেন, ‘নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেই আমি আশাবাদী।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া