adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইগারদের দায়িত্ব ছাড়লেন কার্পিনেন!

TIGERক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের জেনারেল ম্যানেজারের দায়িত্ব চালিয়ে যেতে অপরাগতা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান কোচ কার্পিনেন। বিসিবি কার্পিনেনের সিদ্ধান্তে হতাশ হলেও, স্টুয়ার্ট ল’র ফিরে আসার খবর কিছুটা স্বস্তি দিচ্ছে তাদের। ২ জানুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে অনুর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল পরামর্শক ল’র।
গতকাল বিসিবিতে বসে কার্পিনেন বলেন, ‘আমি ফ্রেবুয়ারির ১৮ তারিখ বিসিবি ছেড়ে চলে যাচ্ছি।’

আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে মে মাসের দিকে গঠন করা হয় হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট। এ কর্মসূচির আওতায় শারীরিক, টেকনিক্যাল, ট্যাকটিকল ও মানসিক দক্ষতা তৈরি করতে সরবরাহ করার কথা  আন্তর্জাতিক মানের সুযোগসুবিধা। বিশ্বমানের প্রতিভা খোঁজা, তাদের বিকাশ ও ব্যবস্থাপনা করার লক্ষ্য এ কর্মসূচির মাধ্যমে। এছাড়া জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের অনুশীলনের মধ্যে রাখতেও এই কর্মসূচি চালু করা হয়।

কার্পিনেন কেন হঠাত করে দায়িত্ব ছাড়লেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি। বিসিবিকে তিনি পারিবারিক সমস্যার কথা জানিয়েছেন।

সম্প্রতি কার্পিনেনকে দুই মাসের কাজের একটি নির্দেশনা দেয়া হয়েছে বিসিবি থেকে। সেটা শেষ করেই দায়িত্ব ছাড়বেন তিনি, ‘সম্ভবত আমার অনেক হয়েছে। ক্রিসমাসের পর ফিরে নির্দেশনা মতো কাজ করে দায়িত্ব ছাড়বো।’

এই দুই মাসের ভেতর পেসার হান্ট প্রোগ্রামের দায়িত্বে থাকবেন কার্পিনেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরি কার্পিনেনের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘কারো জন্য কিছু থেমে থাকে না। এইচপি ইউনিট চলবে তার নিজস্ব গতিতে। দরকার হলে নতুন কাউকে নিয়োগ দেয়া হবে।’ ২০১৬ সাল পর্যন্ত চুক্তি ছিল কার্পিনেনের।

অন্যদিকে অনুর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল পরামর্শক স্টুয়ার্ট ল’র ফেরা নিয়ে একটা অনিশ্চয়তা থাকলেও বিসিবি সূত্রের খবর, জানুয়ারিতে ফিরেই তৃতীয় মেয়াদের কাজে যোগ দিবেন তিনি। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল হওয়ার পর ল’কে বারবার নিরাপত্তার বিষয়ে সতর্ক করে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিসিবি চিন্তায় ছিল, নিজ দেশের এমন সতর্ক বার্তায় হয়তো আসবেন না তিনি। এই অবস্থায় ছুটি নিয়ে দেশে ফেরার পর দ্বিতীয় মেয়াদের কাজে তিনি যোগ দেননি।
‘ল চুক্তির দ্বিতীয় মেয়াদ মিস করেছেন। কিন্তু তৃতীয় ধাপে তিনি জানুয়ারি থেকেই ছেলেদের সঙ্গে কাজ শুরু করবেন।’ বলেন নিজাম।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া