adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জাতিসংঘে সিরিয়ায় শান্তি পরিকল্পনায় সম্মতি

Syria-peace-thereport24.comআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় শান্তি পরিকল্পনায় সম্মত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সব সদস্য। নিউইয়র্ক সদর দফতরে শুক্রবার এক অধিবেশনে ওই ইস্যুতে সম্মত হয় ১৫ রাষ্ট্র। খবর বিবিসি ও আলজাজিরার।
খসড়া পরিকল্পনায় বলা হয়েছে, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় দেশটির সরকার ও বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করা হবে। আগামী বছরের জানুয়ারি থেকে এ আলোচনা শুরু হওয়ার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে অস্ত্রবিরতির ব্যাপারেও আলোচনা চলবে।
শান্তি আলোচনার ব্যাপারে একমত হলেও আসাদের ক্ষেত্রে একমত হয়নি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন। বাশার আল-আসাদকে ক্ষমতায় রেখেই শান্তি প্রক্রিয়া চালিয়ে যেতে চায় তারা।
অপরদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ বাকি দেশগুলোর দাবি, শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখতে হলে অবশ্যই আসাদকে ক্ষমতা ছেড়ে দিতে হবে।
খসড়ায় বলা হয়েছে, আইএস (ইসলামিক স্টেট) ও নুসরা ফ্রন্ট এই শান্তি প্রক্রিয়ার বাইরে থাকবে। তাদের সঙ্গে কোনো আলোচনা নয়।
প্রস্তাবনা অনুযায়ী, শান্তি আলোচনা সত্ত্বেও ওই সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে হামলা চালিয়ে যেতে পারবে জোট। এর ফলে সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়ার চলমান বিমান হামলা বৈধতা পাবে।
শান্তি প্রস্তাবে সম্মত হওয়ার পর পরই এটাকে ‘মাইলফলক’ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সিরিয়ায় আসাদের পদত্যাগের দাবিতে ২০১১ সালে শুরু হওয়া আন্দোলন ক্রমশ গৃহযুদ্ধে রূপ নেয়। এ গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় আড়াই লাখ লোক নিহত হয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া