adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আল্লাহ’র নামে মিথ্যা বলতে পারব না: মমতা

index00_108526আন্তর্জাতিক ডেস্ক :   আল্লাহ’র নামে কসম করে আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারব না বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফে ‘মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন’-এর আহ্বানে এক জনসভায় বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন।

মমতা বন্দোপাধ্যায় উপস্থিত সবাইকে ‘আসসালামু আলাইকুম’ বলে সম্বোধন করে বলেন, ‘আমাকে একটা মেমোরেন্ডাম দেয়া হয়েছে। তাতে অনেক দাবি জানানো হয়েছে। সবগুলো তো পূরণ করতে পারব না। কিন্তু আমি কাউকে মিসলিড করিনা। আমি মনে করি আল্লাহ্র কসম করে আল্লাহ্র সঙ্গে আমি মিথ্যা কথা বলতে পারব না। আমার সাধ্যের মধ্যে যতটুকু করতে পারব সেটাই বলব।’

মমতা বলেন, ‘সব ধর্ম, সব বর্ণ, সমস্ত মানুষকে মিলিয়ে যে জগত তার থেকে বড় আর কিছু হতে পারে না। ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য ফিরহাদ হাকিম (পুর মন্ত্রী)কে চেয়ারম্যান করে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে। তাতে এরইমধ্যে ১০ কোটি টাকা দেয়া হয়েছে। গত চার বছরে ফুরফুরা শরীফের আশেপাশের এলাকার উন্নয়নের জন্য আরো ৭৫ কোটি টাকা দেয়া হয়েছে। এখানে ১ কোটি ৬৬ লাখ টাকা দিয়ে দুটি মাজারের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে। ১ কোটি ৪ লাখ টাকা দিয়ে ফুরফুরা দরবার শরীফ পর্যন্ত সড়ক নির্মাণ করা হয়েছে।’

মমতা বলেন, ‘ববিকে (ফিরহাদ হাকিম)আমি অনুরোধ করব, ফুরফুরার উন্নয়নের জন্য যে উন্নয়ন পর্ষদ গড়া হয়েছে তার মাধ্যমে যাতে দ্রুত উন্নয়ন করা যায় তার ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের সরকার ক্ষমতায় এসেছে আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় ২০১১ সালের ২০ মে। আমরা রাজনৈতিক স্বাধীনতা পেলেও, গণতান্ত্রিক অধিকার পেলেও অর্থনৈতিক অধিকার আমরা পাইনি। বিগত বামফ্রন্ট সরকার ২ লাখ কোটি টাকা দেনা করে যাওয়ার ফলে রাজ্য থেকে ৪ বছরে ১ লাখ কোটি টাকা কেটে নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার।’

মমতা এদিন অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও বাম আমলে সংখ্যালঘু উন্নয়নে যে বরাদ্দ ছিল তার চেয়ে পাঁচগুণ বরাদ্দ বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন। সংখ্যালঘু ছাত্র বৃত্তি প্রসঙ্গেও সাবেক বাম সরকারের পরিসংখ্যান তুলে ধরে তার সরকার এ নিয়ে অনেক এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেন। এসব ছাড়াও রাজ্যে আলিয়া ইউনিভার্সটি উন্নয়ন, আলিগড় ইউনিভার্সিটি ক্যাম্পাস, হজ হাউস নির্মাণ, সংখ্যালঘু ঋণ, ওবিসি সংরক্ষণ প্রভৃতি প্রসঙ্গ তুলে ধরেন।

মমতা বলেন, আমরা হিন্দু-মুসলিম-শিখ-ঈসায়ী সকলেই ভাই-ভাই।

উত্তর প্রদেশের দাদরিতে মুহাম্মদ আখলাক হত্যা প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘আমরা দাদরির ঘটনাকে সমর্থন করি না। কে কি খাবে না খাবে তা নিয়ে ফরমান জারিকে কখনোই মেনে নেয়া যায় না। আমি যদি মাছ খাই, আপনাদের গোশত খাওয়ার অধিকার আছে। আপানি গরুর গোশত খাবেন, না মুরগির গোশত খাবেন সেটা আপনার অধিকার। এটা আমার অধিকার নয়।’ মমতার এই প্রকাশ্য ঘোষণাকে উপস্থিত শ্রোতারা ‘আল্লাহু আকবর’ শ্লোগান দিয়ে স্বাগত জানান।

মোজাদ্দেদিয়া অনাথ ফাউণ্ডেশনের কর্ণধার তথা ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকির আহবানে এই জনসভায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া