adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধারা পারলে আমি কেন পারব না

commila 2জহির ভূইয়া ঃ একটি নাম একটি ইতিহাস। বাংলাদেশ ক্রিকেটে এমন একজন ব্যক্তিত্ব তাকে নিয়ে কি লেখা যায় সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। জীবনের শেষ বিন্দু দিয়ে দেশের জন্য ক্রিকেট খেলে চলেছেন।। হয়তো যে কোন দিন পঙ্গুত্ব বরণ করতে হতে পারে। তারপরও পিছ পা হলেন না। দীর্ঘ ১৫ বছর ধরে জাতীয় ক্রিকেট দলকে সার্ভিস দেওয়া এই ক্রিকেটারের ক্রিকেট জীবনের অবসান ২০১৭-তে চ্যাম্পিয়নস ট্রফি-তে অংশগ্রহনের মধ্যে দিয়ে হতে পারে বলে ক্রিকেট মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। সেটার সম্ভাবনাই বেশি। কারন ইনজুরি তো এই ক্রিকেটারের প্রতিমুহুর্তের সঙ্গী। আর কত? বেলায় বেলায় তো অনেক সময় হল। ইনজুরির কারনে টেস্ট ক্রিকেট তো ছেড়েছেন সেই ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। আর টেস্ট ক্রিকেটে অংশ নেয়া হয়নি। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপের আফসোসটা ২০১৬ সালে টি২০ বিশ্বকাপ আর ২০১৭-তে চ্যাম্পিয়নস ট্রফি-তে মিটে গেলে ক্রিকেটকে বিদায় জানাবেন। বাংলাদেশ ক্রিকেট হারাবে একজন যোদ্ধা ক্রিকেটারকে। ইনজুরি আক্রান্ত এই ক্রিকেটারের বিজয়ের মাস ডিসেম্বরে মন্তব্য করেছেন-“মুক্তিযোদ্ধারা পারলে আমি কেন পারব না!”
২৩ নভেম্বর ২০০১ সালে চট্টগ্রামের উইকেটে ক্যারিয়ার শুরু করে ৩৬ টেস্ট, ১৬০টি ওডিআই আর টি২০ ৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। ক্যারিয়ারের পরস্ত বিকেলে দাঁড়িয়ে। হয়তো আরও আগেই এই সময়টা আসার কথা ছিল। কিন্তু প্রচন্ড মানসিক শক্তির জোড়ে এখনও দাঁড়িয়ে আছেন ২২ গজের উইকেটের সামনে। হয়তো উপরওয়ালা চাইলে ২০১৬ ভারত টি২০ বিশ্বকাপ  আর ২০১৭-তে চ্যাম্পিয়নস ট্রফি-তে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন। হ্যাঁ তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় দেশ সেরা নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজা।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাঠে বাম পায়ের ইনজিুরর কারনে সাকিবের হাতে অধিানয়কত্ব হারাতে হয় মাশরাফিকে। এরপর তো ২০১১ সালে অনেক চেষ্টায় নিজের ফিটনেস ঠিক করেও বিশ্বকাপের তালিকায় থাকা হল না এই দেশ সেরা পেসারের। অবশেষে ২০১৪ সালে এসে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব হাতে পেলেন। আর ২০১৫ সালটা বাংলাদেশে ক্রিকেট যেন মাশরাফির হাত দিয়ে সর্বোচ্চ অবস্থানে চলে গেল। ইনজুরি নিয়েও মাশরাফি ২০১৫ সালটা পার করলেন। 
আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৫ সালে ১৬টি ওডিআই ম্যাচে দেশকে জয় এনে দিলেন ২টি-তে। ওডিআই ম্যাচে মোট ২০৪টি উইকেট আর সেরা বোলিং ২৬ রানে ৬টি উইডকেট শিকার। অন্য দিকে বিপিএলের তৃতীয় আসরে কুমিল্লার হয়ে অধিনায়কত্ব করলেন। প্রথম বার বিপিএলে নাম লেখানো কুমিল্লা মাশরাফির হাত ধরে শিরোপা জয় করল। আর ভয়াবহ ব্যাথা নিয়েও কুমিল্লার হয়ে ভয়ঙ্কর বোলিং করলেন মাশরাফি।

ওডিআই ম্যাচে ২০৪টি উইকেট শিকারী মাশরাফি ক্যারিয়ারে টি২০ ম্যাচে উইকেট শিকার করেছেন ২৮টি। বিপিএলের তৃতীয় আসরে ১২ ম্যাচে ইনজুরি নিয়েও বল করে ১৮৭ রান দিয়ে শিকার করেছেন ৫টি। সেই মাশরাফি প্রসঙ্গে ২০০৯ সালে জাতীয় ক্রিকেট দলের কোচ ডেভ হোয়াটমোর বলেছেন অনেক কথা। করেছেন অনেক মন্তব্য, বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছেড়ে দেবার সময় ডেভ বলে গিয়েছেন, "মাশরাফির সাথে পৃথিবীর কোনো ক্রিকেটারের এর তুলনা চলে না, তার তুলনা সে নিজেই" কারন, নিউজিল্যান্ডের গতিদানব 'শেন বন্ড' দুইবার সার্জারীর পরই ভয়ে ক্রিকেট ছেড়ে দেন। বিশ্ববিখ্যাত ইংলিশ অলরাউন্ডার 'এন্ড্রু ফ্লিন্টফ মাত্র একটি সার্জারীর ভয়েই ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন। একমাত্র ক্রিকেটার যিনি পরপর ৭টা মারাতœক সার্জারী করেও এখনো ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। বিশ্বের কোন ফার্স্ট বোলারই দুইবারের বেশি সার্জারী করে খেলতে পারেননি। কিন্তু তিনিই এই অসাধ্য ব্যাপার সাধ্য করেছেন।
একমাত্র পরিশ্রমী ক্রিকেটার যার ওজন বেয়ে যাচ্ছে বলে ক্রিকেট ছড়ার আশংকা ছিল। তাই তিনি ১মাসে ১২ কেজী ওজন কমিয়ে সবাইকে আশ্চর্য করে দিয়ে ছিলেন। যেকোন আঘাতে তাঁর বাম পা পঙ্গু হয়ে যেতে পারে এমন আশংকা থাকা সত্ত্বেও তিনিই একমাত্র সাহসী মানব যিনি প্রতিটি ম্যাচে এখনো হিংস্র বাঘের মত বোলিং করে যাচ্ছেন।
তিনিই একমাত্র দেশপ্রেমিক যার একমাত্র আদরের ৫ মাস বয়সী ছেলে এ্যপোলো হাসপাতালে ভর্তি হয়ে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে মুত্যুর মুখোমুখি, অথচ দেশের স্বার্থে হাজার হাজার মাইল দূরে থেকে একমাত্র ছেলের সুস্থ্যতার জন্য দু'হাত তুলে দোয়া করে দেশের জন্য মাঠে নেমেছেন। একমাত্র ক্রিকেটার যে প্রতি ম্যাচ শেষে হাটুতে জমে যাওয়া রস নিজে সিরিঞ্জ দিয়ে বের করে ফেলেন। তিনিই সেই ক্রিকেটার যার প্রতিদিন ঘুম ভাঙ্গার পর ১৫মিনিট সময় লাগে হাঁটু ভাঁজ করে বিছানা থেকে নামতে। আমাদের একমাত্র ক্রিকেটার যে কিনা ইনজুরি বিধ্বস্ত অবস্থায় বোলিং এর কষ্টকে ভুলতে নিজেকে সান্তনা দেন এই বলে,‘মুক্তিযোদ্ধারা পারলে আমি কেন পারব না! মুক্তিযোদ্ধারা পায়ে গুলি নিয়েও যুদ্ধ করে যেতে পারলে আমি কেনো সামান্য অপারেশন নিয়ে বোলিং করতে পারবো না!’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া