adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিসবাহ ও ইউনিস খান চটেছেন

misbaস্পোর্টস ডেস্ক : আসন্ন পাকিস্তান সুপার লিগে আইকন খেলোয়াড়ের মর্যাদা না পাওয়ায় ক্ষুব্ধ হলেন দুই পাক ক্রিকেটার মিসবাহ-উল-হক ও ইউনিস খান। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে থেকে টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য যে পাঁচজন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছে তাতে বাদ দেওয়া হয়েছে এই দুই ক্রিকেটারকে।
আর এতেই বেজায় চটেছেন মিসবাহ ও ইউনিস। আইকন প্লেয়ার হিসেবে জতীয় দল থেকে বাদ পড়া দুই বিদেশি ক্রিকেটারের নির্বাচনকে নিয়েও পাক বোর্ডকে কাঠগড়ায় তুলেছেন তাঁরা।
গতকাল প্রকাশিত তালিকায় পাকিস্তান থেকে শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক আইকন প্লেয়ার হয়েছেন। এছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেইল, শেন ওয়াটসন ও কেভিন পিটারসেন সুযোগ পেয়েছেন। আর এখানেই বর্তমানে পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ ও সাবেক অধিনায়ক ইউনিসের আপত্তি।
ঘনিষ্ঠ মহলে তাঁরা জানিয়েছে, এমন দু’জন ক্রিকেটারকে পাক বোর্ড আইকন খেলোয়াড় করেছে যারা দেশের হয়ে খেলে না বা অবসর নিয়ে ফেলেছে। স্পষ্টতই তাদের ইঙ্গিত যে কেপি ও ওয়াটসনের দিকে তা বোঝা গেছে। কারণ কেপি বর্তমানে গত এক বছর ধরে ইংল্যান্ডের জাতীয় দল থেকে বাদ পড়েছেন এবং ওয়াটসন অবসর নিয়ে ফেলেছেন।
বিশেষ সূত্রের খবর, অধিনায়কত্ব না পেলে মিসবাহ ও ইউনিস হয়তো টুর্ণামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেবেন। এই দু’জন ছাড়াও সাবেক পাক টি-টোয়েন্টি দলের অধিনায়ক মোহাম্মদ হাফিজকেও এই তালিকায় রাখেনি পাক বোর্ড।
অপরদিকে, সাবেক পাক পেস বোলার সিকান্দার ভকতও পিএসএলে কোচ নিয়োগ নিয়ে পাক বোর্ডের ওপর ক্ষুব্ধ। তাঁর মতে, অস্ট্রেলিয়ান ডেন জোন্সকে ইসলামাবাদ দলটির কোচ হিসেবে নিযুক্ত করা সঠিক কাজ হয়নি। কারণ জোন্সকে ম্যাচ-ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার সন্দেহে একসময় ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল এবং অবসর নিতে বাধ্য করা হয়েছিল।
 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া