adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবল রেফারিকে পিটিয়ে আহত করল ছাত্রলীগ

ss_108242ডেস্ক রিপোর্ট : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস চ্যান্সেলর কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা চলাকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারি ভারত চন্দ্র সরকারকে ছাত্র লীগের নেতা-কর্মীরা পিটিয়ে গুরুতর আহত করেছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মীর মশাররফ হোসেন হল ও আ ফ ম কামালউদ্দিন হলের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলা চলার সময়ে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীসহ একটি আবাসিক হলের ১০-১৫জন শিক্ষার্থী এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

জানা গেছে, খেলা শুরুর কিছুক্ষণ পর একটি গোল হজম করে বসে আ ফ ম কামালউদ্দিন হল। এসময় এগিয়ে যায় মীর মশাররফ হোসেন হল। তখন থেকেই উত্তেজনা শুরু। খেলা শেষ হওয়ার প্রায় ১৫মিনিট আগে মীর মশাররফ হোসেন হলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে ফাউলের অভিযোগে পেনাল্টির আবেদন করেন আ ফ ম কামালউদ্দিন হলের খেলোয়াড়রা।

কিন্তু রেফারি ভারত চন্দ্র সরকার ফাউল না দিয়ে খেলা চালিয়ে যান। রেফারির এ সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় আ ফ ম কামালউদ্দিন হলের কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মীরা মাঠে ঢুকে রেফারি ভারত চন্দ্র সরকারকে কিল-ঘুষি মারতে থাকেন। এতে উভয় দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় উপ-উপাচার্য মো. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি অতিথি মঞ্চেই বসা ছিলেন। তাঁদের উপস্থিতিতে এমন ঘটনায় হতবাক হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে খেলা প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে। পরে উপাচার্য ফারজানা ইসলাম উপস্থিত হলে পুনরায় খেলা শুরু হয়। খেলায় মীর মশাররফ হোসেন হল ৩-১ গোলে আ ফ ম কামালউদ্দিন হলকে পরাজিত করে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেখ আদনান ফাহাদ সাংবাদিকদের বলেন, ‘দক্ষিণ এশিয়ার নাম করা রেফারি ভারত চন্দ্র সরকারকে মারধর করাটা খুবই দুঃখজনক। তিনি শুধু রেফারি নন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষক। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে খেলা পরিচলনা করার জন্য তাঁকে বাইরে থেকে নিয়ে এসেছি।’

এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণœ করেছ্ে এর সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

মারধরের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, ‘যারা মারধর করেছে তারা ছাত্রলীগের কেউ নয়। হলের শিক্ষার্থীরা এমন ঘটনা ঘটিয়েছে। এটা খুবই দুঃখজনক। যারা এ ঘটিনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানাই।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আবুল হোসেন বলেন, ‘এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। অবশ্যই আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। ছাত্ররা এর আগেও একবার এ রকম করেছে। রেফারিদের কাছে আমরা নিজেরাই দুঃখ প্রকাশ করেছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া