adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মানব উন্নয়ন সূচকে উন্নয়ন হয়নি বাংলাদেশের

photo-1450132616_107919ডেস্ক রিপোর্ট : জাতিসংঘের ২০১৫ সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। সোমবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, ২০১৩ সালে মানব উন্নয়ন প্রতিবেদনের উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪২তম। ২০১৪ সালেও মোট ১৮৮টি দেশের মধ্যে একই অবস্থানে রয়েছে বাংলাদেশ। চলতি বছরের মানব উন্নয়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূচকে প্রতিবেশী ভারত আগের বছরের তুলনায় ৫ ধাপ এগিয়ে স্থান করে নিয়েছে ১৩০ নম্বরে। তবে পাকিস্তান আরও এক ধাপ নেমে আসে ১৪৭ নম্বরে।

এ প্রতিবেদনের মূল পর্বে রয়েছে মানব উন্নয়ন সূচক। তিনটি সূচক আয়ু, শিক্ষা ও মাথাপিছু আয়ের ভিত্তিতে মানব উন্নয়ন সূচক নির্ধারিত হয়ে থাকে। ২০১৪ সালের উপাত্তের ভিত্তিতে প্রস্তুত চলতি সালের সূচকে সর্বোচ্চ স্থানে রয়েছে নরওয়ে, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড। সর্বনিম্ন তিনটি দেশের মধ্যে রয়েছে ইরিত্রিয়া (১৮৬), সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (১৮৭) ও নাইজার (১৮৮)।

মধ্য আয়ের দেশের তালিকায় ৩৯টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। তবে তালিকার সর্বশেষ তিনটি দেশের একটি বাংলাদেশ।

প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে, শুধু চাকরি অর্থে নয়, এর বাইরে বৃহত্তর অর্থে ‘কর্ম’ কীভাবে মানব উন্নয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে। কারিগরি ও প্রযুক্তিগত পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে বিপুল পরিবর্তন আসলেও যোগ হয়েছে নতুন সমস্যা ও সংকট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া