adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফের অভিযোগ পাকিস্তানি কূটনীতিকের বিরুদ্ধে

11ডেস্ক রিপোর্ট :  ঢাকায় পাকিস্তান দূতাবাসের ভিসা কর্মকর্তা মাযহার খানের পর এবার ফারিনা আরশাদ। দূতাবাসটির ‘সেকেন্ড সেক্রেটারি’ (রাজনৈতিক) পদমর্যাদার সুন্দরী এই কর্মকর্তা বাংলাদেশে বসে এই দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর সব কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। বাংলাদেশের অভ্যন্তরে তিনি যেমন জঙ্গি নেটওয়ার্ক মনিটর করছেন, তেমনি জাল মুদ্রার ব্যবসাতেও নেপথ্যে থেকে পৃষ্ঠপোষকতা করে আসছেন। ইংরেজি, উর্দু ও বাংলায় অনর্গল কথা বলতে সক্ষম এই সুন্দরীর রূপের ফাঁদে ইতিমধ্যেই পা দিয়েছেন সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী এবং চিকিত্সক। তাদের ব্ল্যাকমেইল করে সুন্দরী এই কূটনীতিক ভয়ঙ্কর স্বার্থ হাসিলে অনেক দূর এগিয়েও গেছেন— এমন তথ্যপ্রমাণ সংগ্রহের পর সরকারের উচ্চ পর্যায়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে চার জঙ্গি গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নড়েচড়ে বসেছে সরকারের ঊর্ধ্বতন মহল। এরই মধ্যে ফারিনা আরশাদের ভয়ঙ্কর কর্মকাণ্ডসহ নানা বিষয়ে ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার হওয়া ইদ্রিস শেখ ও মো. মকবুল শরীফ। ইদ্রিসের জবানিতে উঠে এসেছে ফারিনা আরশাদ সম্পর্কে পিলে চমকানো চাঞ্চল্যকর তথ্য। গত ২৮ নভেম্বর রাজধানীর উত্তরা ও খিলগাঁও থেকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর সদস্য ইদ্রিস শেখ, মো. মকবুল শরীফ, মো. সালাম ও মো. মোস্তফা জামানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এর মধ্যে ইদ্রিস শেখ ও মকবুল পাকিস্তানের পাসপোর্টধারী। সরকারি সূত্রগুলো বলছে, শুধু সরকারবিরোধী ভয়ঙ্কর জঙ্গি তত্পরতাই নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ মুদ্রাবাজার ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করছিলেন এই সুন্দরী কূটনীতিক। জঙ্গি ও জাল মুদ্রার ব্যবসার অভিযোগ এনে গত বছর পাকিস্তান দূতাবাসের ভিসা কর্মকর্তা মাযহার খানকে বহিষ্কারের দাবি জানানো হয়। অভিযোগের পর তড়িঘড়ি করে তাকে প্রত্যাহার করে নেয় পাকিস্তান। এরপর জঙ্গি ও জাল মুদ্রার ব্যবসাসহ বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয় ফারিনাকে। সূত্র আরও বলছে, গ্রেফতারকৃত অনেকের দেওয়া তথ্য, সন্দেহভাজন দেশি-বিদেশি নাগরিকের সঙ্গে দেশবিরোধী কথোপকথনের রেকর্ডসহ আরও কিছু গুরুত্বপূর্ণ প্রমাণাদি সংযুক্ত করে পাকিস্তানি কূটনীতিক ফারিনা সম্পর্কিত একটি প্রতিবেদন এরই মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে জমা দিয়েছে একটি সংস্থা। পাকিস্তান হাইকমিশনের এই কর্মকর্তার শিষ্টাচারবহির্ভূত কার্যক্রমের জন্য তাকে বাংলাদেশ থেকে বহিষ্কার ও পাকিস্তান থেকে বাংলাদেশে আসা ব্যক্তিদের ওপর কড়া নজরদারির সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাশকতার সঙ্গে পাকিস্তান দূতাবাসের সহকারী ভিসা কর্মকর্তা মাযহার খানের সম্পৃক্ততার বিষয়টি স্পর্শকাতর হওয়ায় দীর্ঘ অনুসন্ধান চালায় বাংলাদেশের একাধিক গোয়েন্দা সংস্থা। পরবর্তীতে মাযহার খানকে পাকিস্তান দূতাবাস থেকে প্রত্যাহার করে নেওয়ার পর তার নেটওয়ার্কের সমন্বয় করে আসছেন ফারিনা। তবে মাযহার খানের বহিষ্কারের পর ১৭টি চ্যানেলের মধ্যে ১০টি চ্যানেল বন্ধ হয়ে গেলেও বর্তমানে সাতটি চ্যানেল অতি গোপনে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। এই চ্যানেলের মধ্যে রয়েছে ব্যবসায়ী, শিক্ষক, চিকিত্সক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে ফারিনা নতুন করে সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে নেটওয়ার্কের পরিধি আরও বিস্তৃত করার প্রচেষ্টা চালাচ্ছেন। ভিন্ন ভিন্ন পরিচয়ে তিনি এসব ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান। মাঝেমধ্যেই তাকে দেখা যায় পাকিস্তান দূতাবাসের পার্শ্ববর্তী অভিজাত রেস্টুরেন্ট ও বার ‘ঢাকা ক্যাপিটাল’-এ। শুধু তাই নয়, মাঝ রাতে তার দেখা মেলে পুরান ঢাকার কিছু খাবারের দোকানে। তবে সঙ্গে ভিন্ন মানুষ।

গ্রেফতারকৃতদের মুখে চাঞ্চল্যকর তথ্য : গত শনিবার রাজধানীর উত্তরা ও খিলগাঁও থেকে জেএমবি সদস্য ইদ্রিস শেখ, মো. মকবুল শরীফ, মো. সালাম ও মো. মোস্তফা জামানের দেওয়া তথ্যে রীতিমতো চোখ কপালে উঠে গেছে ডিবি কর্মকর্তাদের। ফারিনা আরশাদের সঙ্গে পরিচয়ের বিষয়ে ইদ্রিস জানায়, সে ২০০৭ সালে স্থায়ীভাবে ঢাকায় চলে এসে প্রথমে কাপড়ের ব্যবসা শুরু করে। তবে ২০১২ সালের পরে এয়ার টিকিটিং ও ভিসা প্রসেসিংয়ের ব্যবসার সময় বাবুল এবং পরবর্তীতে তার মাধ্যমেই কামাল নামের এক লোকের সঙ্গে পরিচয় হয়। কামাল নিজেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়েছিল। ঘনঘন টিকিট করিয়ে দেওয়ার কারণে বাবুলের কাছে তার অনেক টাকা বাকি পড়ে। একপর্যায়ে বাবুল পাকিস্তানে চলে যায়। সেখানে গিয়ে সে ফারিনা আরশাদের মোবাইল নাম্বার দেয়। বাবুলের মাধ্যমেই মূলত তার ফারিনার সঙ্গে পরিচয় বলে দাবি করে সে। ইদ্রিস আরও দাবি করে, ফারিনার সঙ্গে পরিচয়ের কিছু দিন পরই ঢাকা বিমানবন্দরে জাল ভারতীয় রুপিসহ ধরা পড়ে সে। পরবর্তীতে বাবুলের মাধ্যমে সে জানতে পারে ওই ব্যক্তি ফারিনা আরশাদের কারণেই ফেঁসে গেছে। ইদ্রিস আরও জানায়, সে প্রথমে পাকিস্তানের এক স্কুল শিক্ষক শাহনাজ বেগমকে বিয়ে করেছিল। ওই ঘরে মোহাম্মদ আদিল নামের এক ছেলে রয়েছে। পরবর্তীতে দেশে ফিরে ২০০০ সালে বাংলাদেশে তার পাশের গ্রামের মনোয়ারা বেগমকে বিয়ে করে। এই সংসারে তার এক ছেলে দুই মেয়ে রয়েছে। ২০০২ সালে সে করাচির রাজনৈতিক দল পাক মুসলিম অ্যালায়েন্সের হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেয়।  সূত্র জানায়, ইদ্রিস শেখকে উত্তরা থেকে আটকের সঙ্গে সঙ্গেই সে নিজেকে প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়েছিল। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর কবরের জায়গাও তাদের পরিবারের দেওয়া বলে জানায় সে। ২০১১ সালের ১ মে ইদ্রিসকে এক শীর্ষ জঙ্গির বাসা থেকে গ্রেফতার করেছিল র্যাব। ওই সময় তার কাছ থেকে ৪৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়। প্রশাসনের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সিভিল এভিয়েশনের কর্মকর্তা-কর্মচারী, আদম ব্যবসায়ী, জাল মুদ্রা ও হুন্ডি ব্যবসায়ীদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। এর বাইরে পাকিস্তানের করাচিতে ইকরাহ্ নামের একটি মাদ্রাসা রয়েছে ইদ্রিস শেখের। ওই মাদ্রাসার ছাত্রদের নিয়মিত তালেবানে পাঠানো হতো। পাকিস্তানেই একাধিক শাখা রয়েছে ইকরাহ্র। সূত্র আরও জানায়, ইদ্রিসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করতেন দূতাবাস কর্মকর্তা ফারিনা। মাঝেমাঝেই তিনি নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় যেতেন। সেখান থেকেই তিনি ইদ্রিসকে তার গাড়িতে করে নিয়ে আসতেন বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গত এক বছরের বিভিন্ন সময় দায়ের হওয়া জাল মুদ্রা সংশ্লিষ্ট ১৩টি মামলার কাগজপত্রের কপি পাওয়া গেছে ইদ্রিসের কাছ থেকে। ওই মামলাগুলো নিয়ে তদবির করছিল ইদ্রিস। তিনি আরও বলেন, ইদ্রিস শেখের কাছ থেকে উদ্ধারকৃত ‘স্পাই মোবাইল’ দিয়ে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন তিনি। অত্যাধুনিক প্রযুক্তির ওই মোবাইলে মাত্র পাঁচটি সেল ফোন নম্বর ছিল। সেটের নিজস্ব নম্বর হিসেবে রয়েছে একটি বিদেশি নম্বর। তাতে ক্যাপ্টেন অসীম নামে সেভ করা এক ব্যক্তির সেলফোন নম্বর রয়েছে। তিনি আরও বলেন, সেল ফোনটিতে ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম ছাড়াও বিশেষভাবে ইনস্টল করা রয়েছে সিকিউরিটি লগিং সিস্টেম। সাধারণত বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সদস্যরা এই সেল ফোন ব্যবহার করে।

যেভাবে সন্ধান মেলে জঙ্গিদের : চলতি বছরের ১৫ এপ্রিল জাল মুদ্রা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বিহারী সাজ্জাদের কাছ থেকে উদ্ধার করা দুটি ব্যাগের একটি ছিল পিআইএ কর্মকর্তা মোস্তফা জামানের। দীর্ঘদিন পর্যবেক্ষণে রাখার পর গত শনিবার তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেই সন্ধান মেলে পাকিস্তানি পাসপোর্টধারী জেএমবি সদস্য মকবুলের। সর্বশেষ আবিষ্কার করা হয় রহস্যমানব ইদ্রিস শেখকে।

সূত্র জানায়, পাকিস্তান থেকেই বিমানে করে আনা হচ্ছে জাল ভারতীয় রুপি। মধ্যপ্রাচ্য থেকে চোরাচালান হয়ে আসছে সোনা। জাল রুপি এই দেশে বাজারজাতকরণ হচ্ছে রাজশাহী ও যশোরের সীমান্ত এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে। একইভাবে সোনা চোরাচালানেরও একটি বড় অংশ পাঠানো হচ্ছে ভারতে। এসব ক্ষেত্রে ব্যবহার হচ্ছে জাল টাকা ও রুপি। পুরো প্রক্রিয়া চলছে একটি ভয়ঙ্কর গোপন পাকিস্তানি নেটওয়ার্কের মাধ্যমে। বাংলাদেশে অবস্থান করে এই অপকর্ম করে যাচ্ছে পাকিস্তানিরা। এই নেটওয়ার্কের অর্থ ব্যয় হচ্ছে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে। লাখ লাখ ভারতীয় জাল রুপিসহ একাধিক পাকিস্তানি গ্রেফতার হওয়া, জাল মুদ্রার সঙ্গে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তার সংশ্লিষ্টতা এবং সর্বশেষ গতকাল পাকিস্তান এয়ারলাইনসের (পিআইএ) এক কর্মকর্তা আটক হওয়ার পর বেরিয়ে এসেছে পাকিস্তানি এই নেটওয়ার্কের তথ্য।

নজরদারিতে আনা হয়েছে পাকিস্তান দূতাবাস ও এয়ারলাইনসের বেশ কয়েকজন কর্মকর্তাকে। প্রসঙ্গত, চলতি বছরের ১০ জানুয়ারি থেকে অদ্যাবধি মোট ছয় কোটি ভারতীয় জাল রুপি উদ্ধার করেছে গোয়েন্দারা। এ ছাড়া গত ২০ মাসে কেবল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ২১ কোটি ভারতীয় রুপি উদ্ধার করা হয়। গত ২৮ নভেম্বর রাতে পাকিস্তান এয়ারলাইনসের বাংলাদেশের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর মো. মোস্তফা জামানকে গ্রেফতারের পর বিষয়টি আরও নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী। বিডিপ্রতিদিন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া