adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৬ মাস ধরে এক কিশোরিকে প্রতিদিন ১০ জন করে পালাক্রমে ধর্ষণ!

news_imgআন্তর্জাতিক ডেস্ক : আবারও ভয়াবহ ধর্ষণের ঘটনা ভারতে। ফের শিরোনামে পাচার হয়ে যাওয়ার পর এক কিশোরীর দুর্ভাগ্যের কথা। অভিযোগ, মাসের পর মাস, দিনের পর দিন গণধর্ষিতা হতে হয়েছে পশ্চিমবাংলার এক কিশোরীকে। একবছর আগে পাচার করে দেওয়া হয়েছিল তাকে। এখন অত্যন্ত সংকটজনক বছর আঠেরোর ওই কিশোরী। তাকে ভর্তি করা হয়েছে গুরু তেগ বাহাদুর হাসপাতালে।

শারীরিক অবস্থা এমনই, হাসপাতালের বেডে শুয়ে থাকা ছাড়া আর কোনও উপায়ই নেই ওই কিশোরীর। না বসতে পারছেন। না পারছেন হাঁটাচলা করতে। তার উপর গত কয়েকদিন ধরে যে নিদারুণ অত্যাচার চলেছে হাসপাতালে শুয়ে তার বিবরণ দিচ্ছিলেন তিনি। বলছিলেন, পাচার হওয়ার পর তাকে জোর করে দেহব্যবসায় নামানো হয়। হৃষিকেশ, হরিদ্বার, মানালি, ম্যাঙ্গালোর ও আরও বেশকয়েকটি জায়গায় নিয়ে যাওয়া হত তাকে। রাখা হত কোনও ঠিকানায়। যেখানে লোকজন আসত আর তাকে ধর্ষণ করত। প্রতিবাদ করলে জুটত বেদম মার। গত ৬ মাস ধরে চলেছে এই নির্যাতন। 

শারীরিক সংক্রমণের জেরে এখন শয্যাশায়ী ওই কিশোরী। চিকিতসকরা জানিয়েছেন, লাগাতার যৌন নিগ্রহের কারণেই এই সংক্রমণ। 

এক চিকিৎসক আরও জানান, একদিন হাসপাতালে এক ব্যক্তি ওই কিশোরীকে এনে ভর্তি করে। নিজেকে কিশোরীর আত্মীয় বলে দাবি করে সে। কিন্তু, কিশোরীর অবস্থা খারাপ হতে শুরু করলে সে বেপাত্তা হয়ে যায়। কিশোরীকে দেখার কেউ নেই। বর্তমানে অন্য রোগীদের আত্মীয়রাই তার দেখভাল করছেন। 

একটি এনজিও-র তরফে ওই কিশোরীর খোঁজখবর শুরু করা হয় এপ্রিলেই। পরে কলকাতা পুলিশের তরফ থেকে তাদের খোঁজ দেওয়া হয় ওই কিশোরী গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি রয়েছেন। 

ওই কিশোরী সেপটিক আর্থারাইটিসে আক্রান্ত। কোমর থেকে নীচের অংশ নড়াচড়া করাতে পারছেন না। এছাড়াও নানা সংক্রমণ রয়েছে তার শরীরে। কিশোরীকে দেখভালের জন্য যাতে কাউকে নিয়োগ করা হয় সে ব্যাপারে ব্যবস্থা করতে সংশ্লিষ্ট এনজিও-র পক্ষ থেকে দিল্লিতে মহিলা কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখারও অনুরোধ করেছে তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া