adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় শান্তি আলোচনার আগে বিরোধীরা একজোট

151210185705_syria_640x360_reuters_nocreditআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেবার আগে দেশটির বিরোধী পক্ষগুলো নিজেদের মধ্যে এক ঐক্যমত্যে পৌঁছেছে।
সৌদি আরবে এক সম্মেলন শেষে তারা সব পক্ষকে নিয়ে একটি গণতান্ত্রিক সিরিয়া গঠনের দাবী জানান।
রিয়াদে অনুষ্ঠিত ঐ বৈঠকে সরকারের সঙ্গে শান্তি আলোচনায় মূল আলোচ্য নির্ধারণের ব্যপারে একমত হয়েছে বিরোধী পক্ষগুলো।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বৈঠক শেষে দেয়া বিবৃতিতে বিরোধীরা সব পক্ষের প্রতিনিধিত্ব রয়েছে এমন একটি বহুদলীয় শাসনব্যবস্থা কায়েমের আহ্বান জানিয়েছে।
তবে, একটি অন্তর্র্বতী সরকার গঠনের আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার সহযোগীদের দায়িত্ব থেকে সরে যেতে হবে বলেও তারা দাবি জানিয়েছে।
কিন্তু এই বিবৃতিতে বিরোধীদের আগের কট্টর অবস্থান পরিবর্তনের সুর শোনা যাচ্ছে বলে মত অনেক বিশ্লেষকের।
কারণ আগে বিরোধীদের প্রধান শর্ত ছিল, আলোচনা শুরুর আগেই প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে।
এদিকে, বৈঠকে বিরোধী পক্ষগুলোর ঐক্যমত্যে পৌঁছানোর ঘটনাকে স্বাগত জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেছেন, জানুয়ারিতে শান্তি আলোচনা শুরু হবার আগে এটি গুরুত্বপূর্ণ এক অগ্রগতি।
কিন্তু এখনো আরো অনেক কিছু করা বাকি রয়ে গেছে, যেমন আলোচনার জন্য একটি ভালো মধ্যস্থতাকারী দল বাছাই করতে হবে।
তবে, সৌদি আরবে বৈঠক চলাকালীন বিরোধী পক্ষগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ দেখা দিয়েছিল বলে জানা যাচ্ছে।
কট্টর ইসলামপন্থী দল আহরার আল শাম, জানিয়েছিল, যে তারা আলোচনা থেকে বেরিয়ে গেছে।
কিন্ত রয়টার্স জানিয়েছে, বৈঠক শেষে হওয়া চূড়ান্ত চুক্তিতে সব পক্ষই সই করেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া