adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

20_94181ডেস্ক রিপোর্ট : দিনাজপুর জেলার সদর উপজেলার রামডুবিহাট এলাকায় তৃপ্তি পেট্রল পাম্পে বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনায় গণপিটুনিতে আহত চার ডাকাতের মধ্যে এক ডাকাত মারা গেছে। আহত তিনজনের অবস্থা এখন আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিতসকরা।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় দিনাজপুরের সদর উপজেলার রামডুবি হাট এলাকায় তৃপ্তি পেট্রল পাম্পে একদল ডাকাত ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনগণের সাথে সংর্ঘষ হয়। ডাকাতদলটি তিনটি মোটরসাইকেলে ৯ জন পেট্রল পাম্পে তেল নেওয়ার পর রিভালবার দিয়ে পাম্পের লোকজনদের জিম্মি করে। এসময় তারা চার লাখ টাকা ক্যাশ লুট করে নিয়ে যাওয়ার সময় জনগণের সাথে সংঘর্ষ বাঁধে। সে সময় ডাকাত দলটি পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি করে এতে তিনজন এলাকাবাসী আহত হয়। জনগণ ধাওয়া করে চার ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দেয়।

কোতয়ালী থানার এসআই নাজমুল হাসান ঘটনাস্থল থেকে পিস্তলসহ আহত চার ডাকাত সদস্যসহ ৬ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খালেকুজ্জামান জানান, ডাকাতির ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে ও তিনটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিসহ তিনটি মোটরসাইকেলসহ লুন্ঠিত টাকা উদ্ধার করা হয়েছে। আরো তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ওসি একেএম খালেকুজ্জামান।
এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা করেছেন পেট্রল পাম্পের মালিক গোপাল আগরওয়ালা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া