adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে সেরা বোলার কে হবে? সাকিব, হাইদার না সানী?

3 Bowl BPLজহির ভূইয়া ঃ বিপিএলের গ্রুপ পর্ব শেষ। এবার অংক কষার পালা। কে চ্যাম্পিয়ন? সোটা তো ফাইনালের আগে জানার উপায় নেই। কিন্তু এর বাইরেও দুইটি আলাদা প্রসঙ্গ থেকে যায়। যা নিয়ে টুর্নামেন্ট শেষ হবার আগেই অংক শুরু হয়ে যায়। আর টুর্নামেন্ট শেষ পর্যায়ে সেই অংকটা আরও সহজ হতে শুরু করে। বিপিএলে তেমনই দুইটি প্রসঙ্গ সেরা বান সংগ্রহকারী আর সেরা উইকেট শিকারী। কে হবেন এবারের তৃতীয় বিপিএল আসরের সেরা বোলার? শীর্ষ তালিকায় সাকিব আল হাসান থাকবেন এটা তো প্রায় সকলেই জানে। 
রংপুরের সাকিব আল হাসানের পরই আছেন কুমিল্লার আবু হাইদার আর রংপুরের আরেক বোলার জাতীয় দলের স্পিনার আরাফাত সানী। এ তিন জনের মধ্যেই যে একজন সেরা বোলারের খ্যাতাবটি পাবেনা তা নিশ্চিত। পরিসংখ্যান সেটাই বলে দিচ্ছে। কারন সেমিফাইনালে তো রংপুর আর কুমিল্লা দুই দলই টিকিট কেটেছে। দুই দল মুখোমুখি হবেন ১২ ডিসেম্বর। সেরা বোলারের মুল লড়াইটা হবে সাকিব আর আবু হাইদারের মধ্যে। যে দল হারবে সে দলের বোলারের সুযোগ কমে যাবে। কারন যে দল জিতবে সে দলের বোলার আরও একটি ম্যাচ খেলে উইকেট জমা করার সুযোগ পাচ্ছেন।
১২ ডিসেম্বর প্রথম সেমিফাইনাল। তবে একটু অন্যভাবে। এক নম্বর দল তিন নম্বর দলের বিপক্ষে খেলবে না। আইপিএলের আদলে ১ম দল খেলবে ২য় দলের বিপক্ষে খেলবে। সে হিসেবে সিলেটকে ৭১ রানে হারিয়ে শেষ ম্যাচে রান রেটের অংকে কুমিল্লা আবারও শীর্ষ দল- ১০ ম্যাচে ১৪ পয়েন্ট আর রানরেট +০.৭৭৮। রংপুরেরও ১০ ম্যাচে ১৪ পয়েন্ট কিন্তু রানরেট +০.৬৯৩। ১২ তাািরখের ম্যাচেই নির্ধারিত হবে কে খেলবে ফাইনালে আর কে হবেন সেরা বোলার। 
শীর্ষ বোলার হিসাবে এখনও সাকিব উজ্জ্বল। এক ম্যাচ কম খেলেছেন। আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহারের কারনে এক ম্যাচ মাঠের বাইরে ছিলেন এই তারকা। ৯ ম্যাচে ৩৩ ওভার বল করে ১৯১ রান দিয়ে পকেটে জমা করেছেন ১৭টি উইকেট। সাকিবের এভারেজ ১১.২৩, সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট। এরই আছেন কুমিল্লার আবু হাইদার। পুরো ১০ ম্যাচ খেলে ৩৪.৪ ওভার বল করে ২৬২ রান দিয়ে শিকার করেছেন ১৭ উইকেট। এভারেজ ১৫.৪১ আর সেরা বোলিং ২৮ রানে ৪ উইকেট। তৃতীয় অবস্থানে আরাফত সানী। তিনি ৯ ম্যাচ খেলে ৩১ ওভার বল করে ১৯৯ রান দিয়ে জমা করেছেন ১৫ উইকেট। এভারেজ ১৩.২৬ আর সেরা বোলিং ১৪ রানে ৪ উইকেট। টুর্নামেন্টের প্রথম পর্ব থেকে বাদ পড়া চট্টগ্রামের মোহাম্মদ আমির ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করে ৪র্থ স্থানে আছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া