adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষা ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি

1449764581ডেস্ক রিপোর্ট : পরীক্ষা না দিয়েই ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। ভর্তি পরীক্ষার ফরম তোলা বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ কোনো কিছুই প্রয়োজন হয়নি। ভর্তি পরীক্ষা ও ভাইভাতে অংশ না নিয়েই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়েছেন আল আমিন নামের এক শিক্ষার্থী। শুধু নামের মিল থাকাতেই এমনটি সম্ভব হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি তার। ভর্তি কার্যক্রমের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখায় কর্মরত এক কর্মকর্তা এবং ছাত্র সংগঠনের প্রভাবশালী এক নেতা জড়িত বলে জানা গেছে। 

এ জন্য নাকি মোটা অঙ্কের টাকার লেনদেনও হয়েছে। একাডেমিক শাখা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আল আমিন নামে এক শিক্ষার্থী দবিদ ইউনিট (রোল ০২৭০২) ও সি ইউনিট (রোল ০২২৪০) মেধা তালিকায় উত্তীর্ণ হয়। তিনি উভয় ইউনিটের মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে দসিদ ইউনিটে লোক প্রশাসন ও দবিদ ইউনিটে বাংলা বিভাগে ভর্তির অনুমতি পান। এরপর আল আমিন দসিদ ইউনিটভুক্ত লোক প্রশাসন বিভাগে ভর্তি হন। আল আমিন ২০১২ সালে ক্যাম্পাস পার্শ্ববর্তী গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা থেকে এসএসসি (রোল ৪২৭৬৫২) এবং ২০১৪ সালে মিয়া জিন্নাহ আলম ডিগ্রি কলেজ থেকে একই বিষয়ে এইসএসসি (রোল ৬২৪৪২৫) পাস করেন। তার একই কাগজপত্র নকল করে আল আমিন নামে অন্য এক ভুয়া শিক্ষার্থী ছবি পরিবর্তন করে বাংলা বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এটিএম এমদাদুল আলম সংবাদমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে। 

এ বিষয়ে ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রমে অংশগ্রহণকারী ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান জানান, জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া ওই দুই শিক্ষার্থীর ভর্তি বাতিলে সিদ্ধান্ত নেয়া হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া