আজ ঢাকা- সিলেট, বরিশাল – চিটাগাং মুখোমুখি
ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে আজ বুধবারের প্রথম ম্যাচে নাসির-সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে মুশফিক-আফ্রিদির সিলেট সুপার স্টার্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।
আট ম্যাচ খেলে চারটিতে জিতে শেষ চারে এক পা রেখেছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে, সিলেট সুপার স্টার্স আট ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে। কিন্তু সিলেট যদি কাল ঢাকাকে হারাতে পারে তাহলে তাদের শেষ চারে খেলার আশা বেঁচে থাকবে। আর হারলেই সিলেটকে বিদায় নিতে হবে।
দিনের অপর ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। বরিশাল বুলস ইতোমধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের পাশাপাশি শেষ চারে খেলা নিশ্চিত করেছে। আর চিটাগাং ভাইকিংস ইতোমধ্যে শেষ চারের দৌঁড় থেকে ছিটকে পড়েছে। নয় ম্যাচ খেলে তাদের জয় মাত্র দুটিতে।