adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নভেম্বরে রেকর্ড প্রবৃদ্ধি রাজস্বে: এনবিআর

full_609592555_1449548017ডেস্ক রিপোর্ট : জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর দাবি করেছে, নভেম্বর মাসে রাজস্ব আদায়ে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, চলতি ২০১৫-১৬ অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরে ১২ হাজার ৬৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যা গত বছরের নভেম্বর মাসের চেয়ে ২৩ দশমিক ৩৪ শতাংশ বেশি।

আর অর্থবছরের পাঁচ মাসে অর্থাৎ জুলাই-নভেম্বর সময়ে গত বছরের একই সময়ের চেয়ে রাজস্ব আদায় প্রায় ১৪ শতাংশ বেড়েছে। অর্থবছর শেষে রাজস্ব আদায় নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জিং টার্গেটকে কেন্দ্র করে নানা মত থাকলেও নভেম্বর মাসে এনবিআর রেকর্ড সৃষ্টি করেছে। এই মাসে ১২ হাজার ৬৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। গত বছরের নভেম্বরে আদায় হয়েছিল ৯ হাজার ৭৩০ কোটি টাকা। অর্থাৎ এ সময়ে ২ হাজার ৩৩৮ কোটি ১৫ লাখ টাকা বা ২৩ দশমিক ৩৪ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে।

চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা বিগত সময়ের চেয়ে অনেক বেশি ধরা হয়েছে। স্বাধীনতার পর হতে এ পর্যন্ত এনবিআরের গড় রাজস্ব আদায় ১৫ থেকে ২০ শতাংশের এর মধ্যে সীমিত ছিল।

গত অর্থবছরে (২০১৪-১৫) রাজস্ব আদায়ে এই প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ২৮ শতাংশ। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ধরা হয়েছে ২৯ শতাংশ। অনেক অর্থনীতিবিদ এই টার্গেটকে ‘উচ্চাভিলাষী’ বললেও এনবিআর বলছে এটি আদায়যোগ্য।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, এনবিআরে সুশাসন প্রতিষ্ঠার বাস্তব পদক্ষেপ নেওয়া হয়েছে। যোগ্য কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন, ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে হয়রানি রোধে ব্যবস্থা নেওয়া, সরকারের বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের কর আদায়ে সম্পৃক্ত করা এবং রাজস্ব আদায়ে কঠোর মনিটরিংয়ের মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

“নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজ প্রকল্পসহ নানা প্রকল্প বাস্তবায়ন, সরকারের নতুন পে-স্কেল এবং সরকারের অন্যান্য ব্যয় নির্বাহের জন্য লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে এনবিআরের জন্য একটি চ্যালেঞ্জ হলেও তা এখন হাতের মুঠোয়।”

গত অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ  ৩৫ হাজার ২৮ কোটি টাকা। তবে আদায় হয় এক লাখ ৩৭ হাজার কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর মাসে ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৪৯ শতাংশ। কাস্টমস খাতে প্রবৃদ্ধি ২৬ দশমিক ৭২ শতাংশ এবং আয়কর খাতে প্রায় ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

২০১৫-১৬ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে ৫৪ হাজার ৪০৭ কোটি ৬৯ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। গত বছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল ৪৭ হাজার ৭৩০ কোটি টাকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া