adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিএসইর লেনদেন ৪০০ কোটি টাকার নিচে

DSE-LOGOডেস্ক রিপোর্ট : ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে আরও ২ বছর সময় বাড়ানোর বিষয়ে অর্থমন্ত্রীর ঘোষণার পর ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দেশের পুঁজিবাজার। দুই সপ্তাহ আগে অর্থমন্ত্রীর ওই ঘোষণার পাশাপাশি গত সপ্তাহে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেশকিছু সিদ্ধান্তের কারণে ইতিবাচক প্রভাব পড়ে বাজারে। সূচকের পাশাপাশি লেনদেনেও গতি ফিরতে শুরু করে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক লেনদেন ২০০ কোটি টাকার ঘর থেকে ৬০০ কোটি টাকার ঘরে উন্নীত হয়। একই সঙ্গে সাড়ে ৪ হাজার পয়েন্টের উপরে উঠে আসে ডিএসইর সূচক। কিন্তু গত কয়েকদিনে বাজারের সে গতিতে ছন্দপতন দেখা দিয়েছে। ধারাবাহিকভাবে কমছে লেনদেনের পরিমাণ। মঙ্গলবার ডিএসইর লেনদেন নেমে গেছে ৪০০ কোটি টাকার নিচে। দিনশেষে লেনদেন হয়েছে ৩৯৮ কোটি ৮ লাখ টাকা। সোমবারের তুলনায় লেনদেন কমেছে ৫৮ কোটি ৪২ লাখ টাকা। লেনদেন কমার এ হার প্রায় ১৩ শতাংশ।
অথচ গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে লেনদেন হয়েছিল ৬০০ কোটি টাকারও বেশি। মাত্র ২ দিনের ব্যবধানে লেনদন ৩০০ কোটি টাকার ঘরে নেমে গেছে।
বাজার সংশ্লিষ্টরা জানান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় লেনদেনের পরিমাণ কমছে। তারা বলেন, অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে অর্থমন্ত্রী সময় বাড়ানোর যে ঘোষণা দিয়েছেন তা কার্যকরে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় বাজারে তার নেতিবাচক প্রভাব পড়ছে। তবে টানা কয়েকদিন দরবৃদ্ধির কারণে বাজারে মূল্য সংশোধন হচ্ছে বলেও বিশ্লেষকরা মনে করছেন।
এদিকে সোমবারের ন্যায় মঙ্গলবারেও সূচকের পতন হয়েছে। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমে যাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ১৪.৫৬ পয়েন্ট। এর ফলে ডিএসই সূচক ৪৬০০ পয়েন্টের নিচে নেমে এসেছে। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫৯৩.৪৮ পয়েন্টে। সোমবার সূচক কমেছিল ৪৬.৬৯ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৩১৮টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৫২টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর।
লেনদেনের শীর্ষে রয়েছে বিএসআরএম স্টিল। দিনশেষে কোম্পানিটির ২৩ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা লাইফের লেনদেন হয়েছে ২০ কোটি ১৫ লাখ ৪৭ হাজার টাকা। ১৯ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে কাশেম ড্রাইসেল।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে— স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, সাইফ পাওয়ারটেক, কেডিএস এক্সেসরিজ, কেয়া কসমেটিকস, এমআই সিমেন্ট।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ২৩.৬৮ পয়েন্ট কমে দিনশেষে ৮৫৩৪.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩০ কোটি ১৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া