adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুরঞ্জিত বললেন -পৌর নির্বাচনে অবরুদ্ধ গণতন্ত্র বিকশিত হবে

index_106755নিজস্ব প্রতিবেদক : পৌর নির্বাচনের মাধ্যমে অবরুদ্ধ গণতন্ত্র বিকশিত হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য বলেন।

সুরঞ্জিত সেন বলেন, বিএনপির উচিত আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। দলীয় প্রতীকে নির্বাচনে ক্ষমতা বদল হবে না- এটা বড় কথা নয়। নির্বাচনে নৌকা-ধানের শীষে দেখা হবে, এটাই বড় কথা। এই নির্বাচন গণতন্ত্র যে একটা অবরুদ্ধ অবস্থায় রয়েছে সেই পথ বিকশিত করবে।

নারায়ণগঞ্জ সাত খুনের ঘটনা পুনঃতদন্ত দাবি করে সুরঞ্জিত বলেন, নুর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে খুনের মূল ঘটনা দেশবাসীর কাছে উপস্থাপন করতে হবে। তা না হলে এত টাকা কোথায় গেল তাদের মুখ উšে§াচন হবে না, এটাতো হতে পারে না। এই মামলার চার্জশিটের পুনঃতদন্ত করতে হবে।

দিনাজপুরের রাস মেলায় হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, একজন পুলিশকে সাসপেন্ড করে দিলেন আর এ ঘটনা শেষ হয়ে গেল? তা হয় না। তখন ওসি সাহেব কোথায় ছিলেন? এই ঘটনায় দেশি-বিদেশি লোকেদের মধ্যে দাগ কেটেছে। পুলিশের সীমাহীন গাফলতির কারণে ওই ওসিকে ক্লোজ করতে হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া