adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজার -সূচকের সঙ্গে কমেছে লেনদেন

dse-csse-logoডেস্ক রিপোর্ট : বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতনে দেশের উভয় বাজারে সূচকের পতন হয়েছে। টানা ৬ দিন ঊর্ধ্বমুখী থাকার পর বাজারে সূচকের পতন হয়েছে। এদিকে সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।
তবে সূচকের এ পতনকে বাজারে মূল্য সংশোধন বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলেন, গত কয়েকদিন ধরে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এর ফলে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা ছিল। এ কারণে বিক্রি চাপে বাজারে মূল্য সংশোধন ঘটেছে।
সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৪৬.৬৯ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৬০৮.০৪ পয়েন্ট। রবিবার সূচক বেড়েছিল ১৩.৭০ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৩১৪টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৯৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।
এদিকে ডিএসইর লেনদেন ফের ৪০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। সোমবার দিনশেষে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৫০ লাখ টাকা। রবিবারের তুলনায় লেনদেন কমেছে ১০১ কোটি ১২ লাখ টাকা। লেনদেন কমার এ হার ১৮.১৩ শতাংশ। রবিবার লেনদেন হয়েছিল ৫৫৭ কোটি ২৬ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে কাশেম ড্রাইসেল। দিনশেষে কোম্পানিটির ১৬ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএম স্টিলের লেনদেন হয়েছে ১৮ কোটি ১৩ লাখ ৬৬ হাজার টাকা। ১৬ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আফতাব অটো।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে সাইফ পাওয়ারটেক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিজ, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ১০৪.৩৭ পয়েন্ট কমে দিনশেষে ৮৫৫৯.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া