adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পুঁজিবাজারের কারণে ৮-১০টি ব্যাংক পড়ে যেতে পারত’

pujibazar_thereport24ডেস্ক রিপোর্ট : কেন্দ্রীয় ব্যাংক কঠোর না হলে পুঁজিবাজারের কারণে ৮-১০টি ব্যাংক পড়ে যেতে পারত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) আয়োজিত ‘পুঁজিবাজার ও আবাসন খাতে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আতিউর রহমান বলেন, ২০১০ সালে পুঁজিবাজার যেভাবে উন্মাদের মতো এগিয়েছিল, সে সময় বাংলাদেশ ব্যাংকের কঠোর সিদ্ধান্তের ফলে পুঁজিবাজার ও মুদ্রাবাজার রক্ষা পায়। না হলে ৮-১০টি ব্যাংক পড়ে যেতো।
কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নীতির কারণে ব্যাংকিং খাত স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, একটি স্থিতিশীল অর্থনীতির জন্য শক্তিশালী পুঁজিবাজার খুবই জরুরি। তবে পরিস্থিতির কারণে কখনো আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। সন্তান যখন অবাধ্য হয়ে যায়, তখন মাঝেমধ্যে শক্তিশালী সিদ্ধান্ত নিতে হয়। সেই শক্তিশালী সিদ্ধান্ত নিয়েই আমি শুধু পুঁজিবাজার নয়, মুদ্রাবাজারকেও বাঁচিয়েছি।
পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ (এক্সপোজার) প্রসঙ্গে গভর্নর বলেন, পুঁজিবাজারে যে সব ব্যাংকের সীমার অতিরিক্ত বিনিয়োগ ছিল, সে সব ব্যাংক নিজেদের প্রয়োজনে অতিরিক্ত বিনিয়োগ ইতোমধ্যে প্রায় সমন্বয় করেছে। মাত্র কয়েকটি ব্যাংক এখনো সমন্বয় করে উঠতে পারেনি। তবে তারাও সমন্বয় করে ফেলতে পারবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, সরকারসহ সবার সম্মিলিত চেষ্টায় এখন বাজার একটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, আমাদের এখানে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য প্রাথমিক গণ-প্রস্তাবের ১০ শতাংশ কোটা বরাদ্দ রয়েছে। যারা ইন্ডাট্রিলায় পার্ক, হাইটেক পার্কে বিনিয়োগ করবে তাদের জন্য প্রণোদনা দেওয়ার কথা বিবেচনা করা হবে। এ সব জায়গা চাইলে কেউ যৌথভাবে বা বিদেশি মালিকানায় বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে কর রেয়াতেরও ব্যবস্থা রয়েছে।
সেন্টার ফর এনআরবির সভাপতি এম এস সাকিল চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বর্তমান জ্যেষ্ঠ সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য পারভেজ ইকবাল, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান, আহসানুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আহমেদ রশীদ, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আমিন, ঢাকা চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি হুমায়ুন রশীদ প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া