adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গিবাদ প্রতিরোধে আলেমদের প্রতি আইজিপির আহ্বান

igনিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ প্রতিরোধে সত্যিকারের ইসলাম প্রচার করার জন্য দেশের আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক। তিনি বলেন, ওয়াজ মাহফিলে আপনারা সত্যিকার ইসলামি দর্শন প্রচার করেন। জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন। আপনাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে।

শনিবার দুপুরে রাজধানীর পুলিশ সদরদপ্তরে ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।

পুলিশ মহাপরিদর্শক শহীদুল হকের সঙ্গে ২০ জেলার ৩৫ জন ওলামা-মাশায়েখ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সভায় ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ, ওলামা ও মাশায়েখদের করণীয় এবং পুলিশের সঙ্গে ওলামা ও মাশায়েখদের সমন্বয় নিয়ে আলোচনা হয়।

আইজিপি বলেন, ‘তরুণ-যুবকদের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে। পিস টিভি যদি জঙ্গিবাদ নিয়ে কোনো ধরণের প্রচারণা চালায় তাহলে সেটা আপনারা তথ্য মন্ত্রণালয়ে জানান। সেখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও আমাদের গোয়েন্দা সংস্থা রয়েছে। তারা মনিটরিং করবে।’

তিনি আরো বলেন, ‘ইসলামের ভুল ব্যাখ্যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আপনাদের কাছে দোয়া চাই। ভয় না পেয়ে আপনারা আমাদের সঙ্গে সমন্বয় করে জঙ্গিবাদ দমনে কাজ করবেন। যারা ইসলামের মতাদর্শের নামে জঙ্গিবাদের প্রচার করতে চাচ্ছে, তারা তো প্রকাশ্যে কিছু করতে পারছে না। তারা জিহাদের নামে লুকিয়ে গুলি, বোমা হামলা করছে। এতেই বোঝা যায় যে তারা দুস্কৃতকারী। তাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে।’

আইজিপি বলেন, ‘এ সরকার ইসলামবিরোধী নয়; যারা এ ধরনের প্রচারণা চালাচ্ছে তাদের রুখে দিতে হবে। মাওলানাদের কাছ থেকে সাজেশন নিলাম। আজ খুব ভালো আলোচনা হয়েছে। সবাই একসঙ্গে কাজ করলে জঙ্গিবাদ প্রতিরোধ সম্ভব।’

প্রকৃত ওলামাদের ইসলাম প্রচারের সুযোগ করে দেওয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান তিনি।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গিদের ফাঁসি দ্রুত কার্যকরের জন্য ওলামা-মাশায়েখদের দাবির পরিপ্রেক্ষিতে আইজিপি বলেন, ‘মামলাগুলো আপিল বিভাগে রয়েছে। নিষ্পত্তি না হলে কার্যকর করা যাচ্ছে না।’

মতবিনিময় সভায় বেশকিছু দাবি জানিয়েছে ওলামা মাশায়েখরা। এগুলো হচ্ছে সব ওলামা- মাশায়েখদের নিরাপত্তা জোরদার, পিস টিভি নিষিদ্ধ, কওমী ও আলিয়া মাদ্রাসায় জঙ্গি ঢুকতে না পারে সে বিষয়ে খেয়াল রাখা, পাড়া-মহল্লায় ওয়াজ মাহফিল করার আগে থানার অনুমতি গ্রহণ, মাদ্রাসা বোর্ডকে জামায়াতমুক্ত করা, সরকারবিরোধী কাজে লিপ্তদের তৎপরতা বন্ধে উদ্যোগ ও সারাদেশে ইমামদের তালিকা করার দাবি জানান তারা।

মতবিনিময় সভায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ প্রতিটি জোনের উপ-কমিশনার (ডিসি) ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও ২০ জেলার ৩৫ জন ওলামা ও মাশায়েখ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া