adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেলিকপ্টারে করে প্রার্থীকে মনোনয়ন পৌঁছে দিলেন এমপি

u_93283ডেস্ক রিপোর্ট : হেলিকপ্টারে করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর মনোনয়ন পৌঁছে দিলেন বরগুনা-২ আসনের সংসদ শওকত হাছানুর রহমান রিমন। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বেতাগী পৌরসভার উদ্দেশে রওনা হন তিনি। এ ঘটনায় অন্যান্য দলের মনোনীত মেয়র প্রার্থীরা সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের অভিযোগ করেছেন।


সূত্রে জানা গেছে, বরগুনা-২ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত হাছানুর রহমান রিমন বেতাগী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র নিয়ে হেলিকপ্টার যোগে বেতাগী আসেন। বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে বেতাগী হাইস্কুল মাঠে নামেন। সেখান থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে উপজেলা চত্বরে তার অফিসে যান। এরপর মেয়র প্রার্থী এবিএম গোলাম কবিরের হাতে মনোনয়নপত্র তুলে দেন।


এদিকে হেলিকপ্টার যোগে মনোনয়নপত্র আনায় এমপির বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী অন্যান্য মেয়র প্রার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে বেতাগী পৌরসভার রিটার্নিং অফিসার দুলাল তালুকদার বলেন, সংসদ সদস্য হাছানুর রহমান কীভাবে এসেছেন আমি দেখিনি। তবে অভিযোগ পেলে এটি আচরণ বিধি লঙ্ঘনের পর্যায়ে পড়েছে কি না তা খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, বেতাগী পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রথমে মনোনয়ন দেয়া হয় বর্তমান পৌর মেয়র আলতাফ হোসেন বিশ্বাসকে। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরে ভাঙচুর করেন এবং হরতালের ডাক দেন। এর পরই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরকে মনোনয়ন দেয় কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া