adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহজালালে যাত্রীর অর্থ চুরির দায়ে চার লোডারের কারাদণ্ড

airportনিজস্ব প্রতিবেদক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর অর্থ চুরির দায়ে চার লোডারের এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে চীন থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এমইউ-২০৩৬ ফ্লাইটে আসা অজ্ঞাতপরিচয় এক যাত্রীর অর্থ চুরির দায়ে হাতেনাতে আটক করে তাদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত চার লোডার হলেন- মো. রবিউল ইসলাম (২৯), আতাউর রহমান (২৬), মনিরুল ইসলাম (২৮) ও মাসুদ হোসেন (২৮)।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) আলমগীর হোসেন শিমুল জানান, দুপুর ১টা ৪৫ মিনিটে এমইউ-২০৩৬ ফ্লাইটটি এয়ারপোর্টের ২৩ নম্বর বে’তে অবতরণ করে। ওই ফ্লাইটের মালামাল নামানোর সময় এ চার লোডার এক যাত্রীর ব্যাগ থেকে চার হাজার ডলার চুরি করেন।

পরে এপিবিএনের সদস্যরা তাদের সন্দেহজনক মনে করলে আটক করে তল্লাশি করেন। এসময় রবিউলের জুতোর মোজার ভেতরে চার হাজার ডলার পাওয়া যায়। এরপর জিজ্ঞাসাবাদ করলে তারাও বিষয়টি স্বীকার করেন।

পরে তাদের এয়ারপোর্টের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়। আদালত যাত্রীর অর্থ আত্মসাতের দায়ে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া