adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আ’লীগের ২৩৬ মেয়র প্রার্থীর তালিকা ইসিতে

EC-AL_thereport24নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত ২৩৬টি পৌরসভার একক মেয়র প্রার্থীর তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বৃস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ইসির যুগ্ম-সচিব জেসমিন টুলীর কাছে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর তালিকা জমা দেন।
পরে আবদুস সোবহান গোলাপ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ইসির ঘোষিত তফসিল অনুযায়ী দল মনোনীত ২৩৬ জন মেয়র প্রার্থীর তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছি। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়নের মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।’
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
এ বিষয়ে ইসির যুগ্ম-সচিব জেসমিন টুলী বলেন, ‘প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবেন রিটার্নিং কর্মকর্তার কাছে। তবে যদি কেউ ইসিতে এ তালিকা জমা দেন, সেটা হবে দলীয় প্রার্থীদের বিষয়ে ইসিকে নিশ্চিত করা মাত্র।’
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টার মধ্যে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ৫ ও ৬ ডিসেম্বর এ সব মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে ইসি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। এদিনই প্রতীক নির্ধারণ করবে ইসি। নির্বাচনের ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া