adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মওদুদ আহমেদ গ্রেফতার

mmmmmডেস্ক রিপোর্ট : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে মেধা তালিকায় দ্বিতীয়, কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে ধরা খেলেন মওদুদ আহমেদ জীবন নামের এক ছাত্র। অসদুপায় অবলম্বন করে একটি ইউনিটে মেধা তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। তাকে দেড় লাখ টাকা দিয়ে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে ব্যবহার করা হয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‌‘সি’ ইউনিটের মৌখিক সাক্ষাৎকার চলাকালে তার অসততা ধরা পড়ে। এরপর মওদুদ আহমেদ জীবনকে ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশের কাছে সোপর্দ করা হয়। জানা গেছে, সোমবার বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের মৌখিক সাক্ষাৎকার চলছিল। সাক্ষাৎকারের একপর্যায়ে মেধা তালিকায় দ্বিতীয় স্থান পাওয়া মওদুদ আহমেদ জীবন বোর্ডে উপস্থিত হন। এ সময় তার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করা যায়। বিষয়টি শিক্ষকদের সন্দেহ হলে তাকে নানা প্রশ্ন করলে প্রক্সি পরীক্ষার মাধ্যমে মেধা তালিকায় স্থান পাওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি। জীবন গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র রিপন তাকে দেড় লাখ টাকার বিনিময়ে দ্বিতীয় স্থান পাওয়ার ব্যবস্থা করে দেন। রিপন বর্তমানে ঝিনাইদহ কারাগারে রয়েছেন। তিনি বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে তিনিসহ তিন সদস্যের একটি জালিয়াতি চত্র হাতেনাতে ধরা পড়ে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেন। মওদুদ আহমেদ জীবন মেহেরপুর জেলার গাংনী থানার শাহারবাড়ী গ্রামের মাসুদ পারভেজের ছেলে। তার পিতা একজন ডিশ ব্যবসায়ী। সি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক মো. আসাদুজ্জামান জানান, ছেলেটিকে আমরা জিজ্ঞেস করেছি- সে কবে পরীক্ষা দিয়েছে, কত নম্বর পেয়েছে। কিন্তু সে একটি প্রশ্নেরও উত্তর দিতে পারেনি। এতে সন্দেহ আরো বেড়ে যায়। একপর্যায়ে সে আসল ঘটনা বলে ফেলে। ইবি থানা পুলিশ জানায়, মওদুদ আহমেদ জীবনকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া