adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুতিনকে পাল্টা চ্যালেঞ্জ তুরস্কের প্রেসিডেন্টের

erd-_92950আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগের পর এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আইএসের সঙ্গে তেল-বাণিজ্য রক্ষা করতে তুরস্ক রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করেছে- পুতিন এই অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন রিসেপ তাইয়েপ।

আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গতকাল সোমবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট পুতিন তুর্কি সীমান্তে  তার দেশের যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাকে ‘বিরাট ভুল’ বলে অভিহিত করেন। তিনি বলেন, তুরস্ক আইএসের তেলের সরবরাহ রক্ষা করার ইচ্ছা থেকে যে বিমানটিকে হামলার জন্য বাছাই করা হয়েছিল, এটা ভাবার যথেষ্ট কারণ রয়েছে।

পুতিন বলেন, তুরস্কে আইএসের তেল যাচ্ছে, রাশিয়ার কাছে এমন তথ্য আছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এর জবাবে আইএসের সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছে তুরস্ক। এরদোগান বলেন, “আপনার (পুতিন) কাছে কোনো নথিপত্র থাকলে তা উপস্থাপন করা উচিত।  সেগুলো দেখা যাক।”  তিনি বলেন, “আমরা  ধৈর্যের সঙ্গে পদক্ষেপ নিচ্ছি।  আবেগি কথাবার্তা বলা ইতিবাচক নয়।”

এরদোগান আরও বলেন, আইএসের কাছ থেকে তুরস্কের তেল কেনার অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি পদত্যাগ করবেন। আর পুতিনের ভুল হলে তারও তা-ই করা উচিত।

গত সপ্তাহে রাশিয়ার বিমান ভূপাতিত করার ঘটনায় তুরস্ককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিল রাশিয়া। কিন্তু ক্ষমা চাইতে অস্বীকৃতি জানায় তুর্কি সরকার। এরপর দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়।  সেই টানাপোড়েন এখন দুই দেশের বাকযুদ্ধে রূপ নিয়েছে।

২৪ নভেম্বর সিরীয় সীমান্তে রাশিয়ার এসইউ-২৪ বোমারু বিমানকে ভুপাতিত করে তুরস্কের একটি এফ-১৬ যুদ্ধবিমান।  এতে বিমানটির একজন পাইলট নিহত হন। অপর পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়।  তবে উদ্ধার অভিযানে নিহত হন রাশিয়ার একজন মেরিন সেনা।

ভূপাতিত রুশ যুদ্ধবিমানটি তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল বলে দাবি তুরস্কের। তবে রাশিয়া তা অস্বীকার করেছে। বাদানুবাদ ও ঘটনার প্রতিক্রিয়ায় তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে রাশিয়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া