adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা ও চট্টগ্রাম শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি

nvg_92981নিজস্ব প্রতিবেদক : দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। গত কার্যদিবসের তুলনায় আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ বাড়লেও কমেছে সিএসইতে।

ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি টাকার শেয়ার। যা গতকালের তুলনায় ২২ কোটি ৯১ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৪ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে-ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, বিএসআরএম স্টিলস লি:, কেডিএস অ্যাক্সেসরিজ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সাইফ পাওয়ারটেক, কাশেম ড্রাইসেলস এবং আমান ফিড।

এদিকে, আজ চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৬১টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া