adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাবি আদায়ে সরকারি কর্মকর্তাদের আলটিমেটাম

gov-pay-scale20150919124202_92566নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে প্রবেশে ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের বৈষম্য দূর করা, উপজেলা পরিষদে ইউএনওর (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ‘কর্তৃত্ব’ কমানো এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার দাবি জানিয়েছে সরকারি কর্মকর্তাদের  সংগঠন সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ। এই দাবি মানতে সরকারকে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেয়া হয়।

আগামী ৩ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরদিন ঢাকায় প্রতিনিধি সম্মেলন করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সভাপতি সফিউল আজম ও মহাসচিব জিন্নাত আলী বিশ্বাস।

এই দুই নেতার যৌথভাবে লিখিত বক্তব্যে  বলা হয়, জাতীয় বেতন স্কেল থেকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ায় প্রশাসন ক্যাডার ছাড়া অন্য কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হবেন। এ জন্য তারা আশা করেন, সরকারি কর্মকর্তারা মর্যাদা ও আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।

উপজেলা পরিষদে ইউএনওদের ‘অগণতান্ত্রিক’ ক্ষমতা দিয়ে একটি গতিশীল সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন এ সরকারি কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনের পর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া