adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাফুফেতে লড়াই চলছে সালাম বনাম মঞ্জুর কাদের

SALAMনিজস্ব প্রতিবেদক : এতোদিন সালাহউদ্দি মঞ্জুর কাদের বিরোধ ঢাকার ফুটবল পাড়ার জমজমাট খবর ছিল। এখন সেটা সালাম মুর্শিদী-কাদের দ্বন্দ্বে রূপ নিয়েছে। ফুটবলের দুই শীর্ষ কর্তা ব্যক্তি সালাম মুর্শিদী ( বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সচ সভাপতি) ও মঞ্জুর কাদের ( শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি) রীতিমত মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন। সালাম মুর্শিদীর সঙ্গে রয়েছেন কাজী সালাউদ্দিনের বাফুফে। অন্যদিকে মঞ্জুর কাদেরের পাশে প্রভাবশালী একটি মহল। রয়েছে মোহামেডান স্পোটিং ক্লাবও।

ঢাকাতে বিশ্বকাপ বাছাইয়ে পর্বের ম্যাচের আগের দিন  জাতীয় দলের স্কোয়াডে থাকা তার দলের ১০ ফুটবলারকে অনেকটা জোর করে নিয়ে গিয়ে বড় বিতর্কের জš§ দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের। তার আগে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব আয়োজনের কারণে বাফুফের ক্যালেন্ডার থেকে স্বাধীনতা কাপ আর সুপার কাপ বাদপড়ায়  বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কড়া সমালোচনা করেছিলেন তিনি। এরপর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন কাদের।  ওই ইস্যুতে বাফুফের সমালোচনা করেছিলেন মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াও।

আর তাতেই এই দুই সংগঠকের উপর বিরক্ত হয় বাফুফে।  লাগামহীন কথাবার্তা ও অসামাঞ্জস্য বক্তব্যের জন্য মঞ্জুর কাদের এবং লোকমান হোসেনকে শোকজ নোটিশ পাঠায় বাফুফে। ৪৮ ঘন্টোর মধ্যে জবাব দিতে বলা হয়েছিল তাদের। কিন্তু মঙ্গলবার সময়সীমা শেষ হলেও বাফুফের শোকজের জবাব দেননি মঞ্জুর কাদের ও লোকমান।

অধিকন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর কাছে পাওনা ১ কোটি ৪৪ লাখ টাকা চেয়ে চিঠি দিয়েছেন শেখ জামাল ক্লাব সভাপতি মনজুর কাদের। আরেক চিঠিতে লিগ কমিটি থেকে সালাম মুর্শিদীর অপসারন চেয়েছেন। বাফুফের দেওয়া শোকজের জবাব না দিয়ে বরং পাল্টা চিঠি দিয়ে বিরোধের নতুন মাত্রা দিয়েছেন কাদের। শেখ জামালের পাওনা প্রসঙ্গে মুর্শেদী  বলেন, সব ক্লাবের কিছু না কিছু পাওনা থাকে। যদি হিসাব করে দেখা যায় শেখ জামালের বকেয়া আছে সেটা তারা পাবেন।
২৬ ডিসেম্বর শুরু নতুন মৌসুমের দলবদল। তার আগে বাফুফে থেকে সালাম মুর্শিদী অপসারিত না হলে কাদেরের দল শেখ জামাল দলবদলে অংশ নিবে না। একই পথে হাঁটবে মোহামেডানও।
উদ্ভুত পরিস্থিতিতে দুই একদিনের মধ্যে ক্লাব কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মঞ্জুর কাদের ও লোকমানের বিরুদ্ধে ঐ বৈঠকে শাস্তির সিদ্ধান্ত উঠে আসতে পারে বলে নির্ভযোগ্য সূত্রে জানা গেছে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া