adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আম্পায়ারের সাথে তর্ক নিয়ে সাকিব – মাঝে-মাঝে ওরকম হয়ে থাকে

2015_11_26_18_16_01_5YgdchuGnhVluqGiVXsKfhrymAlHnR_originalক্রীড়া প্রতিবেদক : সিলেট সুপার স্টারসের বিপক্ষে ১০৯ রান করেও ৬ রানের ব্যবধানে অসাধারণ এক জয় পেয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। লো স্কোরিং হলেও ম্যাচটিতে দু’দলের লড়াই খুব মজা করে উপভোগ করেছেন দর্শকরা।

এমন অসাধারণ ম্যাচের মাঝে যেন ব্যাতিক্রমই হয়ে থাকলো আম্পায়ারের সঙ্গে সাকিবের দুর্ব্যাবহার। ঘটনাটা ঘটে ১৩তম ওভারের শেষ বলে শ্রীলংকান অলরাউন্ডার থিসারা পেরেরা কটবিহাইন্ডের আবেদন করেছিলেন আম্পায়ারের কাছে। নিশ্চিত উইকেট পাওয়ার আনন্দে উল্লাসও শুরু করেছিলেন বোলার এবং উইকেটরক্ষক। 

কিন্তু আম্পায়ার তানভির আহমেদ আউট তো দিলেনই না। এমনকি থার্ড আম্পায়ারও কল করেননি। বিষয়টা মোটেও পছন্দ হয়নি রংপুরের অধিনায়ক সাকিব আল হাসানের। আম্পায়ারের কাছে এসে এ বিষয়ে জানতে চান। এমনকি এক পর্যায়ে আম্পায়ারের সঙ্গে তর্কও করেন তিনি। 

শুধু তাই নয়, এ সময় সাকিবকে খুব রাগান্বিত দেখাচ্ছিল। এমনকি আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় বিড় বিড় করে কিছু বলতেও দেখা গেছে। এ সময় যাতে অনাকাংখিত কোন ঘটনা না ঘটে, তাই অপর আম্পায়ার সরফুদ্দৌলা মাঝে এসে দাঁড়িয়ে যান। তবে, আম্পায়ার তানভির আহমেদ বিষয়টাতে খুব অবাক হয়েছেন, তা তার চেহারা দেখেই বেঝা গিয়েছিল। 

বিষয়টা নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শুরুতেই জানতে চাওয়া হয়েছিলেন সকিব আল হাসানের কাছে। শুনে সাকিব বললেন, ‘মাঝে-মাঝে এরকম হয়ে থাকে। আসলে ওটা নিয়ে আমি আর কোন কথা বলতে চাচ্ছি না।’

কথা বলতে চাচ্ছি না বলেই বিষয়টা এড়িয়ে গেলেন ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া