adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে অ্যাডিলেড টেস্ট

LAL BALLস্পোর্টস ডেস্ক : ইতিহাসের সাক্ষী হতে চলেছে অ্যাডিলেড। প্রায় একশো চল্লিশ বছরের প্রথা ভেঙে এই অ্যাডিলেডে কাল হতে চলেছে প্রথম দিন-রাতের  টেস্ট। সাদা কিংবা লাল বল নয়, খেলা হবে গোলাপি বলে।
লাল বল যতক্ষণ টেকে, দিন-রাতের টেস্টে ব্যবহার হতে চলা গোলাপি বল ততক্ষণ টিকবে না। সুতরাং সর্বসম্মত ভাবে বাড়তি ঘাসের এমন একটা পিচ তৈরি হয়েছে, যা অ্যাডিলেডে বিরল। এতে বোলাররা বেশি মুভমেন্ট পাবেন আর বলের আয়ুও বাড়বে। ড্রপ-ইন পিচের উপর কয়েক মিলিমিটার ঘাস বাড়তি রাখা হয়েছে।

তবে একটা ব্যাপার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেরি প্যাকারের আমলে দিন-রাতের সুপার টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা গ্রেগ চ্যাপেল বলেছেন, ‘যতই প্রযুক্তিগত উন্নতি হোক না কেন, একটা জিনিস কিন্তু বদলাচ্ছে না। গোধুলি। সন্ধ্যা নামার মুখে এবং ফ্লাডলাইট জ্বলে ওঠার আগে ব্যাটসম্যানদের কিন্তু খারাপ আলোয় ব্যাট করতে হবে।’ 

অ্যাডিলেডের ঐতিহাসিক টেস্টে গ্যালারি ভর্তি থাকারই ইঙ্গিত। টিকিট বিক্রির কথা বলতে গিয়ে অ্যাসেজের তুলনা টেনে আনছেন মাঠ কর্তৃপক্ষ। বিকেল চারটের পর টিকিটের দামও কমিয়ে দেওয়া হচ্ছে। এই টেস্টে আরও একটা নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। টেস্টের প্রথম বিরতি হবে ‘টি-ব্রেক’। মনে করা হচ্ছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার অভূতপূর্ব এই ‘এক্সপেরিমেন্ট’ যদি কোথাও সফল হতে পারে, তো সেটা অ্যাডিলেডেই।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া