adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে শাহরুখের পর আমীর বিতর্ক

Khan-2বিনোদন ডেস্ক :শাহরুখ খানের পর এবার বলিউড সুপারস্টার আমীর খানকে নিয়ে ভারতে বিতর্ক তৈরি হয়েছে। নানা সমালোচনার সম্মুখীন হচ্ছেন অভিনেতা, পরিচালক ও প্রয়োজক খান। এমনকি নিরাপত্তার স্বার্থে তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
আমীর খানকে নিয়ে এতো কিছুর মূলে রয়েছে তার মন্তব্য। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি (ভারতীয় জনতা পার্টি) সরকার গঠনের পর থেকে ভারতে যে সাম্প্রদায়িক সংহিসতার ঘটনা ঘটেছে তা নিয়েই মন্তব্য করেন ফিল্ম মেকার আমীর খান।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রত্রিকা আয়োজিত সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমীর খান বলেন, বিগত ছয় থেকে আট মাসের অসহিষ্ণুতা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। এমনকি তার স্ত্রী কিরান রাও (ফিল্মমেকার) তাকে ভারত ছাড়ার পরামর্শ দিয়েছেন বলে উল্লেখ করেন আমীর।
এর আগে চলতি মাসের শুরুতে অপর বলিউড সুপারস্টার শাহরুখ খান ভারতের চলমান সহিংসতার ঘটনাকে ‘চরম অসহিষ্ণুতা’ বলে মন্তব্য করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন কিং খান।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতে যুক্তিবাদী কালবুর্গি ও গোবিন্দ পানসার হত্যাকাণ্ড, দিল্লির উপকণ্ঠে গরুর গোশত খাওয়ার গুজবে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, নিম্ন সম্প্রদায়ের লোকদের লাশ উদ্ধার, লেখকের ওপর হামলা এবং আরও কিছু ঘটনা নিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। এর প্রতিবাদে দেশটির লেখকরা রাষ্ট্র প্রদত্ত পদক ফিরে দেন। এমনকি বিজ্ঞানী, ঐতিহাসিক ও চলচ্চিত্রকাররাও একই উদ্যোগ নেন।
অনুষ্ঠানে আমীর খান বলেন, ‘দেশে ‘অনিরাপত্তা’ ও ‘আতঙ্ক’ বাড়ছে। কিরান (স্ত্রী) ও আমি গোটা জীবন ভারতে কাটালাম। এই প্রথম সে আমাকে বলল, আমাদের কি ভারত ছাড়া উচিত? কিরানের এ মন্তব্য আমার কাছে বেশ হতাশাজনক।’
‘সে (কিরান) তার সন্তান নিয়ে আতঙ্কিত। সে চারপাশের পরিবেশ নিয়ে আতঙ্কিত। সে প্রতিদিন খবরের কাগজ খুলতে ভীতি অনুভব করে। যা ব্যাপক উদ্বেগের।’ খান আরও বলেন, সৃষ্টিশীল লোকেরা (লেখক, সাহিত্যিক) রাষ্ট্রীয় ব্যাপারে হতাশ হয়ে তাদের পদক ফিরিয়ে দিচ্ছেন।
এসব মন্তব্যের কারণে আমীর খান ক্ষমতাসীন বিজেপিদলীয় নেতা ও সরকার সমর্থক অভিনেতা ও পরিচালক এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সমালোচনার সম্মুখীন হচ্ছেন।
তবে আমীর খানকে সমর্থন করে টুইটারে বক্তব্য দিয়েছেন বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। রাহুল বলেছেন, সরকারের কর্মকাণ্ড নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের জন্য সরকারের ভীতি বা আতঙ্কের কারণ হওয়া উচিত নয়। বরং সমস্যা সমাধানে মনযোগ দেওয়া উচিত।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া