adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকা-মুজাহিদের গায়েবানা জানাযা পড়ায় চাঁদপুরে ৭৯ জনের বিরুদ্ধে মামলা

chandpur_91976ডেস্ক রিপোর্ট : আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির পর গায়েবানা জানাযা পড়ায় জামায়াত-বিএনপির ৭৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল মান্নান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় উপজেলা জামায়াতের আমির মাওলানা মীর হোসাইন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পরাণসহ ২৯ জন এজহার নামীয় ও ৪০/৫০ জন অজ্ঞাত নেতা-কর্মীকে আসামি করা হয়।
রবিবার ভোরে হাজীগঞ্জ পৌরসভার পশ্চিম মকিমাবাদে অবস্থিত আল-কাউসার স্কুল প্রাঙ্গনে গায়েবানা জানাযা আদায় করেন নেতা-কর্মীরা।
হাজীগঞ্জ থানার টহলরত পুলিশ আল-কাউসার ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক গোলাম ফারুক ইয়াহিয়া (৪৩) ও বলিয়া গ্রামের জামায়াত কর্মী জাকির হোসেন কে আটক করে। পরে তাদেরকে নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের কারাদ- দিয়ে জেলহাজতে পাঠায়।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মনির হোসেন জানান, আল-কাউসার স্কুল প্রাঙ্গনে উপজেলা জামায়াতের আমির মাওলানা মীর হোসাইন গায়েবানা জানাযার ইমামতি করেন। গায়েবানা জানাযার নামায়ে অংশ নেয়া দুইজনকে গ্রেফতার করা হয়। অন্যান্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে উপ-পরিদর্শক আবদুল মান্নান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম জামায়াত-বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া