adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিতসা’

nasim2_91969নিজস্ব প্রতিবেদক : দেশের সকল সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিতসা সেবা প্রদানে অগ্রাধিকার দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার সচিবালয়ে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিতসা সেবা সংক্রান্ত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে কোনো মুক্তিযোদ্ধা রোগী গেলে তার চিকিতসা প্রদানে অগ্রাধিকার দিতে হবে। এই চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এমনকি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও বিনামূল্যে করানো হবে।

তিনি বলেন, এই প্রসঙ্গে একটি নির্দেশনা পূর্বেও ছিল। কিন্তু এ নিয়ে জনগণের মধ্যে সচেতনতা কম ছিল। মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিতসা সেবা প্রদানের বিষয়টি নিয়ে জনসচেতনতা বাড়াতে সকল হাসপাতাল পরিচালককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

নাসিম বলেন, দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধাদের চিকিতসা ও হাসপাতালে ভর্তিসহ যেকোনো প্রয়োজনীয় সেবা দেওয়ার ক্ষেত্রে চিকিতসকদের বিশেষ মনোযোগ দিতে হবে।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া