adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তামিমের বাবা-মা তুলে গালাগাল দিলেন সিলেটের মালিক

Tamim BPLক্রীড়া প্রতিবেদক ঃ বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচটি ১ ঘন্টা ১০ মিনিট বিলম্বে শুরু হয়। এর কারন চট্টগ্রাম সিলেটের নো অবজেকশন সার্টিফিকেটহীন ক্রিকেটারদের মাঠে নামাতে বাধা দিয়েছে। কারন বিদেশী ঐ ২ ক্রিকেটার তালিকাভূক্ত ছিল না। এ নিয়ে চরম আকার ধারন কওে পরিস্থিতি। মাঠে গন্ডগোল চলে ১ ঘন্টার বেশি। চট্টগ্রামের তামিম ইকবাল দলের হয়ে ভূমিকা নিলে সিলেটের সুপার স্টারের মালিক আজিজুল ইসলাম বাবা-মা তুলে গালাগাল দিয়েছেন বলে তামিম ম্যাচ শেষে মিডিয়ার সামনে বক্তব্য দিলেন।

১ রানে সিলেটকে হারানো পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের অধিনায়ক তামিম ইকবাল মিডিয়াতে ঘোষনা দিলেন,“এমনটা হলে ক্রিকেটই খেলব না। ছেড়ে দেব ক্রিকেট।” প্রচন্ড ক্ষোভ নিয়ে তামিম বলেন,“আমি সত্যি করে সব খুলে বলবো। টসে কি কারণে দেরী হচ্ছে তা আমি জানতাম না। আমি ম্যাচ রেফারীকে গিয়ে তা জিজ্ঞেস করি। উনি জানায় যে, টেকনিক্যাল কমিটি ওদের কয়েকজন খেলোয়াড় নিয়ে প্রশ্ন তুলেছে। ওদের নাকি এনওসি নিয়ে সমস্যা আছে। যেহেতু ওনারা সিদ্ধান্ত নিয়েছেন তাই আমার অপেক্ষা করতে কোনো সমস্যা ছিল না। ১.৪০ মিনিটে টস হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়েছে ১.৫৫ তে। তারপর সিদ্ধান্ত হলো যে যাদের এনওসি নাই তাদের নিয়ে খেলা যাবে না। ম্যাচ রেফারী ও টেননিকাল কমিটির যে ছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল। তারপর টিম লিস্ট দেখালাম। সেটাতে মুনাউয়েরা ও মেন্ডিসের নাম ছিল। একটা কপি নিয়ে আসছিল। নরমালি তিনটি কপি নিয়ে আসতে হয়। ম্যাচ রেফারীকে জিজ্ঞেস করলাম আমার কপি কোথায়! উনি বললো যে টস করো। তোমার কাছে পাঠিয়ে দিব। টস করারা পর যখন ব্যাটিংয়ে নামি তখন দেখলাম যে ওদের চারজন বিদেশী ক্রিকেটার। ওদের সাথে জশুয়া কব ও রবি বোপারা। জিজ্ঞেস করলাম এটা কি হল। তখন বললো যে এটা করার অনুমতি দিয়েছে। আমি ওখান থেকে তারপর চলে আসি। এরপর ম্যাচ রেফারী, আম্পায়ার ও বোর্ডের সবাই আসলো। এরপর তো খেলা হলোই। 

একটা জিনিস আমি সবাইকে বলতে চাই, বিপিএল জাতীয় দলের ক্রিকেটারদের সম্মান করা উচিত। বিপিএলের পয়সা আছে তারমানে এই না যে জাতীয় দলের একজন খেলোয়াড়কে ভিক্ষুকের মত চিন্তা ট্রিট করবে। বিপিএলর সম্মান প্রদর্শন করা উচিত। আমি এখানে খেলতে এসেছি। আমার মা-বাবা, আমার পরিবারের ব্যাপারে গালি শুনতে আসিনি। 

আমি ওই মানুষটার প্রতি যথেস্ট সম্মান দেখিয়ে তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেছিলাম। তাকে স্যার, স্যার, স্যার বলেও সম্মান করেছি।সে আমাকে বলেছিল দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে। আমি সেই কাজটিও করেছি। এরপর সে আমার পরিবার নিয়ে খুব বাজে মন্তব্য করে যেটা খুব অপ্রীতিকর। আমাকে তো বলে কোনো লাভ নেই। কারণ আমি একটা ফ্রেঞ্চাইজির হয়ে খেলি। ওরা যদি বলে যে খেলবা না তাহলে কিন্তু আমি বাধ্য তাদের কথা শুনতে। 

মানুষের কাছে অনেক টাকা থাকে, অনেক মানুষের কাছেই থাকতে পারে। কিন্তু এর মানে এই নো যে একটা রাস্তার ফকিরকে যেভাবে ট্রিট করবা, ঠিক সেভাবেই একটা জাতীয় দলের খেলোয়াড়কে করবা। তার থেকে হাজার হাজার গুণ বেশি টাকা আইপিএলে। আমি আইপিএলে খেলা সুযোগ পাইনি কিন্তু আমি টিমে ছিলাম। আমি ওখানে থেকে সব দেখেছি তারা কিভাবেে একটা ক্রিকেটারকে মূল্যায়ন করি। আমি তার নাম নিতে চাচ্ছি না। আপনারা তাকে দেখেছেন। আমি তাকে স্যার বলেও সম্বোধন করেছি। এর থেকে বেশি আমি তাকে সম্মান প্রদর্শন করতে পারিনা। ওই মানুষই যদি আমাকে আমার বাবা-মা নিয়ে খারাপ কথা বলে তাহলে কিন্তু আমি যা ইচ্ছে তাই করতে পারি। 

বিপিএল গভর্নিং কাউন্সিল একটা নিয়ম অনুযায়ী ছিল। তারা কিন্তু বলেছিল যে যদি অধিনায়ক মেনে নেয় তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। এটাই যে নিয়ম সেটাই তাদের বোঝাচ্ছিল। আমার সামনে এরকম কোনো কথাই হয়নি। 
আমি বিশ্বাস করি আমি বিসিবির একটা পার্ট। বিসিবির ডিসিপ্লিন কমিটি অবশ্যই এটা নিয়ে পদক্ষেপ নিবে। আমাদের কিভাবে সম্মান দিবে সেটা নিয়ে ভাববে। তারা যদি আমাদেরকে ভিক্ষুকের মত ট্রিট করা শুরু করে তাহলে আমাদের খেলা ছেড়ে দেওয়া উচিত। 

টসের আগে ওনারা কি করছেন তা জানি না। তবে একটা জিনিস বিপিএল গভর্নিং কাউন্সিল যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় অন দ্যা স্পট তাহলে নিতে পারবে। তারা তাই করছে। আমাকে ১৫ মিনিট অপেক্ষা করতে বলছে। আমি তাই করেছি। ওনারাই সিদ্ধান্ত দিছে যে টস করতে হবে আমি তাই করেছি। যখন টস হয়ে তারপরই ওনারা গন্ডগোল করলো। তখনও নিয়মের মধ্যে থেকে ওনারা জানায় যে অধিনায়কের কথামত সব হবে। আমার সামনে ওরা নিয়মের বাইরে যায় না। 

আমি ওই মানসিকতায় ছিলাম না যে আমি খেলতে নামব। কারণ এত কিছুর পর ক্রিকেট খেলা যায় না। আমি খুব লাকি যে আমি ইনিংসটি খেলতে পেরেছি। আমি ওটা খেয়াল করিনি। একটা পেপার ছিল। ওটা ম্যাচ রেফারিকে দিতে হয়েছে। ওনি আমাকে বলেছিল যে ফটোকপি করে পাঠাবেন। কিন্তু আমি দেখেছিলাম যে কে কেে খেলছিল কে কে খেলছিল না।   

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া